শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কোথায় হবে অরিজিতের কনসার্ট?

আগামী ১৮ ফেব্রুয়ারি তারিখই অরিজিৎ সিংহের কলকাতার অনুষ্ঠান হচ্ছে। তবে ওই কনসার্ট ইকো পার্কে নয়, অন্য কোথাও অনুষ্ঠিত হবে। যদিও নতুন জায়াগ এখনও চূড়ান্ত হয়নি। অনুষ্ঠানের আয়োজক সংস্থা এমনটাই জানিয়েছে। জানা গিয়েছে, আয়োজক সংস্থাকে অ্যাকোয়াটিকা বা নিক্কো পার্কে অনুষ্ঠান করার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও সেখানে আদৌ দর্শক ধরবে কি না তা নিয়ে চিন্তিত কনসার্টের আয়োজক সংস্থাটি।
অরিজিতের ভক্তদের টুইটার হ্যান্ডলে ‘পেটিএম ইনসাইডার’-এর একটি বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এখনই অনুষ্ঠানের স্থান চূড়ান্ত হয়নি। সেটা ঠিক হলে টিকিট ক্রেতাদের জানিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, আগামী ১৮ ফেব্রুয়ারি অরিজিৎ সিংহের কনসার্ট হওয়ার কথা ছিল ইকো পার্কে। সম্প্রতি জানা যায়, সেখানে ওই অনুষ্ঠান হচ্ছে না। কারণ, রাজ্য সরকারের অনুমতি পাওয়া যায়নি।
আরও পড়ুন:

শাশ্বতী রামায়ণী, পর্ব ২৯: নদীর তীর, বনের পথ, শোক সামলে ছুটল রথ…

ষাট পেরিয়ে, পর্ব-১৫: এখন থেকেই যত্ন নিন কিডনির, গুরুত্ব দিন এ সব বিষয়ে

বুধবার ইকো পার্ক যে দফতরের অধীনে সেই হিডকোর চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, অরিজিৎ সিংহের কনসার্ট যে সময়ে কলকাতায় হওয়ার কথা, তখন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে জি-২০ সম্মেলনের অনুষ্ঠান রয়েছে। অরিজিতের অনুষ্ঠানের ফলে ওই এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এই আশঙ্কাতে অনুষ্ঠানের আয়োজক সংস্থাকে বিকল্প জায়গা বাছতে বলা হয়েছে।

Skip to content