বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

নতুন বছর সবসময় আমদের জন্য নতুন চমক নিয়ে আসে। তবে বাংলার জাদুকণ্ঠি গায়ক অরিজিৎ সিংহের খ্যাতি এবং দর যে ভাবে ক্রমাগত পাল্লা দিয়ে বাড়ছে, তাতে অবাক হতে পারেন তাঁর অনুরাগীরাও।
আগামী বছর পুনের এক কনসার্টে গাইবেন অরিজিৎ। সেই মতো চুক্তি পাকা হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। তবে টিকিটের দাম শুনলে হয়ত আপনার মাথা ঘুরে যেতে পারে। অরিজিৎকে কাছ থেকে দেখার জন্য তাঁর অনুরাগীদের দিতে হবে ‘মাত্র’ ১৬ লক্ষ টাকা!
আর যদি বাইরে দাঁড়িয়ে বড় পর্দায় অনুষ্ঠান দেখেই আশ মেটাতে চান তবে, তবে একেবারে শুরুর দিকে টিকিট কাটলে দাম পড়বে ৯৯৯ টাকা। এর পর ভিতরে কিংবা অনুষ্ঠান চত্বরের কাছাকাছি থাকতে চাইলে দামটা ক্রমশ বাড়তেই থাকবে। ভিতরে আসন সংখ্যা মাত্র চল্লিশটি।
আরও পড়ুন:

হোয়াটসঅ্যাপ স্টেটাসে ফের নতুন চমক! ব্যবহারকারীদের জন্য আসছে আকর্ষণীয় ফিচার

খুনের পর বাবাকে ২২ টুকরো করলেন মা-ছেলে! ফ্রিজে রেখে ফেলে দেন একাধিক জায়গায়, বিবাহবর্হিভূত সম্পর্কের জের খুন?

ভাবছেন তো কেন এত দাম? শোনা যাচ্ছে, প্রিমিয়াম লাউঞ্জে বিলাসবহুল ব্যবস্থা রয়েছে। খাবার এবং সুরা নেওয়া যাবে ইচ্ছামতো। স্টার্টার এবং মিষ্টিমুখেরও ব্যবস্থা থাকবে। অর্থাৎ, প্রিয় গায়ককে কাছ থেকে দেখার পাশাপাশি প্রমোদ কিংবা সুখ থেকেও বঞ্চিত হবেন না দর্শক। পুনের সেই সভাগৃহ সেই আয়োজন করতে চাইছে।
আরও পড়ুন:

জন্মের শংসাপত্র না থাকলে মিলবে না চাকরি, ভোটাধিকারও! কড়া নিয়ম আনতে চলেছে কেন্দ্রীয় সরকার

কলকাতার তাপমাত্রা নিম্নমুখী, ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে ঠান্ডা! কী বলছে হাওয়া দফতর?

ভিতরের বিলাসবহুল আসনের টিকিটেও রয়েছে দামের পার্থক্য। প্রথম সারির আসনের দাম ১৬ লক্ষ টাকা করে। দ্বিতীয় এবং তৃতীয় এবং চতুর্থটির দাম ১৪ লক্ষ করে। এর পর ১০ লক্ষেও বুকিংয়ের ব্যবস্থা রয়েছে।
এই এলাহি আয়োজনে আদৌ কি খুশি অরিজিৎ-ভক্তরা? এক যুবক টুইট করে লিখেছেন, “অরিজিৎ সিংহকে ভালোবাসি। কিন্তু এত তো খরচ করতে পারব না!’’
অনেকেই বেশ হতাশ। বর্ষীয়ান কেউ কেউ আবার মন্তব্য করেছেন, ‘‘মুর্শিদাবাদের ছেলেটার এখন এত টাকার গরম!’’

Skip to content