শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অনুপম রায়। ছবি: সংগৃহীত।

গায়ক অনুপম রায় নতুন জীবন শুরু করতে চলেছেন। টলিউডেরই এক গায়িকার সঙ্গে ঘর বাঁধবেন তিনি। আগামী ২ মার্চ রেজিস্ট্রি করেই বিয়ে করবেন অনুপম। সেদিন পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতেই তাঁদের বিয়ে হবে। পাত্রীর নাম প্রস্মিতা পাল। প্রস্মিতা টলিপাড়ার একজন গায়িকা। তবে বড় অনুষ্ঠানে আপত্তি আছে অনুপমের।
অনুপম-প্রস্মিতার বিয়েতে কারা উপস্থিত থাকবেন? এখনই সে সব নিয়ে মুখ খুলতে নারাজ অনুপম। গায়কের কথায়, ‘‘হবু স্ত্রীয়ের নাম প্রস্মিতা পাল। আমি আশাবাদী, তাই বিয়ে করছি। দেখা যাক, কী হয়!’’ ‘হাইওয়ে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন প্রস্মিতা ও অনুপম। দু’জনে ‘তোমায় নিয়ে গল্প হোক’ গানটি গেয়েছিলেন। ‘সাজনা’, ‘হতে পারে না’ গানগুলিও প্রস্মিতা গেয়েছেন। এই সব গান বেশ জনপ্রিয়ও হয়েছে।
আরও পড়ুন:

পঙ্কজ উধাস প্রয়াত, সুরের জগৎ থেকে চিরবিদায় নিলেন গজল শিল্পী

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮১: কবির ‘গানের ভাণ্ডারী’ দিনেন্দ্রনাথ বৈষয়িক-কারণে শান্তিনিকেতন ত্যাগ করেছিলেন

অনুপমের সঙ্গে প্রস্মিতার দীর্ঘ দিনের আলাপ। যদিও সেই সম্পর্ক ছিল একেবারেই পেশাদার। প্রস্মিতার কথায়, ‘‘গত এক বছর আমরা সম্পর্কে রয়েছি। তার পর আমাদের মনে হয়েছে, এবার আমরা এগোতে পারি। তার পরেই আমরা সিদ্ধান্ত নিই বিয়ে করবার।’’ অনুপমের হবু ঘরণী এও বলেন, ‘‘ আমরা ন্তুন একটা জীবন শুরু করতে চলেছি। আমি এই সম্পর্ক নিয়ে খুবই আশাবাদী। আমাদের চারপাশে সবাই ভালো থাকলে, আমরাও অবশ্যই ভালো থাকব।’’
আরও পড়ুন:

মুভি রিভিউ: কেমন হল তব্বুর ‘খুফিয়া’? বিশাল ভরদ্বাজের স্পাই থ্রিলার জমল কি?

পর্দার আড়ালে, পর্ব-৪৮: পুরীতে ‘নির্জন সৈকতে’র শুটিংয়ে একসঙ্গে চার চারটি শাড়ি পরে হাজির হয়েছিলেন ছায়া দেবী

অনুপমের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ে হয়েছিল ২০১৫ সালে। প্রায় ছয় বছর সংসার করার পর তাঁরা বিচ্ছেদ ঘোষণা করেন। অনুপমের সঙ্গে পিয়ার বন্ধুত্ব হয়েছিল কলেজে পড়ার সময় থেকে। এই বন্ধুত্ব থেকেই ভালোবাসার সম্পর্ক, পরই তাঁরা বিয়ে করেন। অনুপম অনেক সফল ছবিতে গান গেয়েছেন। আবার সুরও করেছেন তিনি। অনুপমের কবিতার বইও প্রকাশিত হয়েছে। ২০২১ সালে অনুপমের সঙ্গে পিয়ার বিচ্ছেদ হয়। বিচ্ছেদের বছর দুয়েকের মাথায় গত বছর নভেম্বর মাসে পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন পিয়া। এ বার অনুপম নতুন জীবন শুরু করতে চলেছেন।

Skip to content