শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


শিলাজিৎ ও শ্রীলেখা।

পরিচালক অংশুমান বন্দ্যোপাধ্যায়ের ‘রহস্য রোমাঞ্চ’ ছোট ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন শিলাজিৎ ও শ্রীলেখা। এবার তাঁদের দেখা যাবে বড় পর্দায়। পরিচালক অজিতাভ বরাটের নতুন ছবি ‘ভূতে বিশ্বাস করেন’-এ মুখ্য চরিত্রে দেখা যাবে এই দুই তারকাকে। এছাড়াও ছবিতে রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, কুশল চক্রবর্তী, অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় প্রমুখ অভিনেতা। ছবির শুটিং শুরু হয়েছে গত ৮ এপ্রিল থেকে, চলবে আগামী ১২ মে পর্যন্ত। শুটিং হবে কলকাতা, উত্তরবঙ্গ ও বোলপুরের বিভন্ন জায়গায়।
ছবির গল্পটি এরকম, মাঝ রাস্তার গাড়ি খারাপ হয়ে যায় রুশার। আশ্রয় নেয় প্রবাল বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রবালবাবু পেশায় একজন চিত্র পরিচালক। রুশার দাবি, তিনি প্রবালবাবুকে তিনটি ভূতের গল্প শোনাবেন। সেই গল্পের মধ্যে যদি কোনও একটি গল্প শুনে প্রবালবাবু ভয় পেয়ে যান তাহলে সেই ভয় পাওয়া গল্পটির উপরেই তাঁকে ছবি তৈরি করতে হবে।
রুশা একটার পর একটা গল্প বলতে শুরু করে। এমন সময় পরিচালক প্রবালের গা-ছমছম করে। ঠিক তখনই দরজায় আওয়াজ। দরজা খুলে তিনি দেখেন বাইরে দাঁড়িয়ে রুশা। এমনকী তিনি আশ্রয় চাইছেন তাঁর কাছে। কিন্তু ভিতর থেকে ভেসে আসছে আবার রুশারই কণ্ঠস্বর। তখন ভেসে আসা কণ্ঠস্বরে প্রশ্ন, কি পরিচালক বাবু, এখন কী বলবেন! ভূতে বিশ্বাস করেন? শিলাজিৎ ও শ্রীলেখা মিত্র আবার জুটি বাঁধতে পেরে তাঁরা খুশি। পরিচালক অজিতাভ বরাটও খুশি আবার তিনি দর্শকদের ভূতের আনন্দ দিতে চলেছেন এই ভেবে।

Skip to content