সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী।
আর মাত্র একদিন বাকি বিয়ের। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর বিয়ে। আর এই বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে সেজে উঠেছে জয়সলমেরের সূর্যগড় প্রাসাদ। সূর্যগড় প্রাসাদ এখন ঝলমল করছে আলোয়। অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে যথযথাযথভাবে। জয়সলমের বিমানবন্দরে গেলেই দেখা যাবে রাজস্থানী লোকনৃত্যের ঝলকও। মায়ানগরীর অন্যতম জনপ্রিয় জুটির বিয়ে উপলক্ষে চারদিকে যেন সেজে উঠেছে।
৫ ফেব্রুয়ারি রবিবার সঙ্গীত ও মেহেন্দির অনুষ্ঠান। তার পর ৬ ফেব্রুয়ারি সিড-কিয়ারা গাঁটছড়া বাঁধতে চলেছেন। সুত্রের খবর, বিয়ের পর চলতি মাসেই মুম্বইয়ে বড়সড় রিসেপশন পার্টির পরিকল্পনা রয়েছে তাঁদের।
আরও পড়ুন:
রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে অনেক খাবারই বাদ দিতে হয়, তা হলে কী কী খেতে পারেন?
স্বাদে-আহ্লাদে: শীতে পছন্দের তালিকায় রয়েছে লাড্ডু? মিষ্টিমুখ হয়ে যাক গাজরের লাড্ডু দিয়েই
এও জানা যাচ্ছে, আগামী ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে ইন্ডাস্ট্রির কলাকুশলীদের নিয়ে রিসেপশন পার্টির আয়োজন করছেন তাঁরা। শুধু তারকারাই নন, সেই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও। যুগলের ঘনিষ্ঠ সূত্রে খবর, দুই তারকাই যথেষ্ঠ ভালো সম্পর্ক রেখে চলেন সংবাদমাধ্যমের সঙ্গে। তাই নিজেদের জীবনের নতুন অধ্যায় উদ্যাপনে সাংবাদিকদেরও আমন্ত্রণ জানাতে চান সিড-কিয়ারা।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-২২: স্বপ্নের সারথি পাঠিয়েছেন ‘বকুল’ ফুল
এক কফিতেই বাজিমাত! ওজন ঝরানো থেকে ডায়াবিটিস নিয়ন্ত্রণ, কী ভাবে খাবেন?
এ দিকে রিসেপশন নিয়ে বড়সড় পরিকল্পনা থাকলেও বিয়ের অনুষ্ঠানকে ব্যক্তিগত ভাবেই করতে চান সিদ্ধার্থ ও কিয়ারা। শোনা যাচ্ছে, তাঁদের বিয়েতে আমন্ত্রিত হয়েছেন ১০০-১২৫ জন। অতিথিদের জন্য বিলাসবহুল সূর্যগড় প্রাসাদে ৮০টি ঘর রাখা হয়েছে। অতিথিদের যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে ৭০টি বিলাসবহুল গাড়িও। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের ছবি যাতে বাইরে না বেরোয়, সেই কথা মাথায় রেখে মূল অনুষ্ঠানে মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।