বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


শাহরুখ খান। ছবি : সংগৃহীত।

প্রথম ছবি ‘দিওয়ানা’ মুক্তি পেয়েছিল ১৯৯২ সালের ২৫ জুন। কেরিয়েয়ার শুরু ছোট পর্দায়। বড় পর্দায় ছবি মুক্তির পরে ক্রমশ বলিউডের রোম্যান্সের বাদশা হয়ে ওঠেন তিনি। দেখতে দেখতে বলিউডে তিনি প্রায় ৩১ বছর পার করে দিলেন। এমন দিনে টুইটারে দেখা দিলেন কিং খানকে। ৩১ বছর উপলক্ষে ৩১ মিনিট। আস্কএসআরকে সেশনের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে আড্ডা দিলেন। অনুরাগীদের সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
শাহরুখের ‘জওয়ান’-এর টিজার দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তাঁর অনুরাগীরা। বাদশাকে হাতের নাগালে পেয়ে অনুরাগীরা জানতে চাইলেন ‘জওয়ান’ ছবির অগ্রগতি নিয়ে। কবে মুক্তি পাবে টিজার? শাহরুখ তাঁর ভক্তদের জানান, আরও কিছুটা প্রস্তুতির দরকার আছে। তবে চিন্তার কিছু নেই। ঠিক সময় ‘জওয়ান’ ছবির ঝলক দেখা যাবে।
আরও পড়ুন:

৮ ঘণ্টায় আমার শুটিং শেষ হয়ে যায়, এক মুহূর্তও ভ্যানিটি ভ্যানে বসে থাকি না: অক্ষয়

ত্বকের হারানো ঔজ্জ্বল্য ফিরবে এই ৩ পানীয় নিয়মিত খেলে

৩১ বছরে সবচেয়ে গর্বের কাজ কী? বাদশা জানান, তিনি ৩১ বছর ধরে সবাইকে বিনোদন দিতে পেরেছেন, এটাই তাঁর কাছে গর্বের বিষয়। শাহরুখ ধূমপান করেন। সম্প্রতি শোনা গিয়েছিল তিনি নাকি ধূমপান ছাড়ে দিয়েছেন। আস্কএসআরকে সেশনে এক অনুরাগী তাঁর সঙ্গে ধূমপানের প্রস্তাব দেন। উত্তরে কিং খান বলেন, ‘আমি ‘কু অভ্যাসে কাউকে সঙ্গে নিই না।’’ অভিনেতা তাঁর জীবনে অনুপ্রেরণার কথাও জানিয়েছেন। পরিবারকে সময় দেওয়া এবং কাজের প্রতি মনোযোগী হওয়াই তাঁর সাফল্যের মূল মন্ত্র। এক অনুরাগী তাঁর যমজ সন্তানের নাম ‘পাঠান’ ও ‘জওয়ান’ রাখতে চান। শুনে বাদশা জানান, ‘‘দয়া করা এর চেয়ে ভালো নাম রাখুন।’’
আরও পড়ুন:

বিধানে বেদ-আয়ুর্বেদ: বার বার মূত্রত্যাগের বেগ, কিন্তু প্রস্রাব আটকে যায়? আয়ুর্বেদে রয়েছে সফল চিকিৎসা

অজানার সন্ধানে: ‘বঙ্গীয় বিশ্বকোষ’ প্রণেতা হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছিলেন রবীন্দ্রনাথের প্রিয়পাত্র

চলতি বছরের জানুয়ারি মাসে শাহরুখের ‘পাঠান’ ছবি মুক্তি পায়। একের পর এক নজির গড়েছে এই ছবি। আপাতত ‘জওয়ান’ মুক্তির অপেক্ষায়। সব ঠিকঠাক এগলে আগামী ৭ সেপ্টম্বর মুক্তি অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিটি মুক্তি পাবে।

Skip to content