শনিবার ৯ নভেম্বর, ২০২৪


করোনা সংক্রমণ নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে মুম্বই। এরই মধ্যে আবার শাহরুখ খানের কোভিড পজিটিভ। যদিও শাহরুখ নিজে নেটমাধ্যমে এ বিষয়ে এখনও কিছু জানাননি। বাদশা আপাতত বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। তবে শুধু শাহরুখ নন, সম্প্রতি কার্তিক আরিয়ান, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কপূরও করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও ক্যাটরিনা কাইফ করোনা আক্রান্ত হলেও এখন সুস্থ। এই একই কারণে অক্ষয় কুমার কান চলচ্চিত্র উৎসবে যোগ দিননি।
উল্লেখ্য, গত ২৫ মে করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টি ছিল। শাহরুখ খান-সহ বহু বলিউড তারকা এতে আমন্ত্রিত ছিলেন। সেই জন্মদিনের পার্টির ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল। মনে করা হচ্ছে, এই পার্টি থেকেই সংক্রমণ ছড়িয়েছে।
এদিকে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা চার হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। কেরল, মহারাষ্ট্র, তামিলনা়ড়ু, তেলঙ্গানা এবং কর্নাটকের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। আর দেশের শহরগুলির মধ্যে শর থেকে খারাপ পরিস্থিতি মুম্বইয়ের। মুম্বইয়ে জুনের প্রথম চার দিনেই আক্রান্তের সংখ্যা মার্চ মাসের প্রায় দ্বিগুণ হয়েছে! বিএমসি-র তথ্য বলছে, শুধু মুম্বাইয়েই রয়েছেন মহারাষ্ট্রের ৬০ শতাংশ রোগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে মহারাষ্ট্র এবং কেরল সরকার প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে। বাড়ানো হয়েছে কোভিড পরীক্ষার হার। প্রচার করা হচ্ছে বুস্টার টিকা নেওয়া এবং মাস্ক পরার গুরুত্ব নিয়ে।

Skip to content