শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


এমনটাই সাধারণত হয়ই থাকে। আদরের ছোট্ট সোনা কখন যে বড় হয়ে যায় এবং কর্মজীবনে প্রবেশ করে প্রতিষ্ঠিত হয় তার হদিস হয়তো থাকে না বাবা মায়ের মনে। এই চিত্রই দেখা গেল খান পরিবারে। আজ শাহরুখ খানের মেয়ে সুহানার প্রথম ছবির ঝলক প্রকাশ্যে এল। আর তা দেখেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠলেন শাহরুখ ও গৌরি খান। জোয়া আখতারের’ দ্য আর্চিজ ‘ ছবিতে হাতে খড়ি হয়েছে সুহানার। ছবিটি দেখা যাবে নেটফ্লিক্সে। শনিবারই একটি ভিডিওতে বিভিন্ন চরিত্রের পাশাপাশি ভেরোনিকার চরিত্রে দেখতে পাওয়া যাবে সোহানাকে। আর তা দেখেই আনন্দে গর্ব অনুভব করলেন তার খান বাবা মা। তবে অভিনেতা হিসেবে মেয়েকে শুধু ভালোবাসার জোয়ারে ভাসালেন না বরং তাকে মূল্যবান কিছু টিপস দিলেন শাহরুখ নিজে ।ইনস্টাগ্রামে দা আর্চিজের পোস্টার ভাগ করে নিয়ে তিনি সোহানাকে প্রশংসার সাথে সাথে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। সোহানাও এর উত্তরে বাবাকে পাঠিয়েছে অনেক ভালোবাসা। তবে শুধু মেয়েকে পরামর্শ দিয়েই নিরব থাকেন নি বাদশা। তিনি আরেকটি পোস্টে এই ছবির নতুন অভিনেতাদের সকলকে প্রাণভরে শুভেচ্ছা জানিয়েছেন। বাদশার পাশাপাশি মা গৌরী খানও মেয়ের জন্য অনেক শুভেচ্ছা বার্তা ইনস্টাগ্রামে পাঠিয়েছেন এবং ছবির গোটা দলকেই তিনি ভাসিয়ে দিয়েছেন ভালোবাসায়।

Skip to content