সঞ্জয় ও প্রভাস।
শুধু বলিউডে নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও সঞ্জয় দত্তর জাদু ছড়িয়ে পড়েছে। সেখানকার দর্শকও তাঁদের ছবিতে তাঁকে হিসাবে পেতে আগ্রহী। গত বছর যশ অভিনীত সুপারহিট ছবি ‘কেজি এফ ২’-তে খলচরিত্রে সঞ্জয় দর্শক মনে দাগ কেটেছিলেন।
সঞ্জয় থলপতি বিজয়ের ‘লিও’ ছবিতে ছুক্তিবদ্ধ হয়েছেন। এ বার জানা গিয়েছে, ইন্ডাস্ট্রিতে তাঁর আরও একটি নতুন ছবির কথা। ছবির পরিচালক মারুথি। এই ছবিতে তেলুগু তারকা প্রভাসের সঙ্গে অভিনয় করবেন সঞ্জয়। যদিও এখনও ছবির নাম ঠিক হয়নি। তবে তাঁকে খলনায়কের চরিত্রেই দেখা যাবে কি না, তা অবশ্য জানা যায়নি।
আরও পড়ুন:
১০ বছরের মধ্যে উঠে যাবে সিনেমা হল, বলিউড কী ভাবে বেঁচে থাকবে? এমনই আশঙ্কা নাসিরুদ্দিন শাহের
ইডেনে হাজির রণবীর, একান্তে কথা বললেন সৌরভের সঙ্গে, বায়োপিক নিয়ে কোনও কথা হল কি?
নির্মাতারা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না করলেও ছবিটির কাজ ২০২২ সালের অক্টোবর থেকে শুরু হয়েছে। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রভাস এবং মালবিকা মোহন। জানা গিয়েছে, সঞ্জয়ের চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। তাঁকে সম্ভবত প্রভাসের ঠাকুরদার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। মার্চ মাসের শেষ নাগাদ সঞ্জয় এবং প্রভাসের দৃশ্যগুলি শুট হবে।
আরও পড়ুন:
স্বাদে-আহ্লাদে: চিকেন প্রিয়? তাহলে এমন হায়দরাবাদি চিকেনে জমিয়ে দিন দুপুর
আপনি কি মা হতে চলেছেন? এই সময়ে কোন কোন শরীরচর্চা করতে পারেন?
হঠাৎ চর্চা শুরু হয়ে যায় কিছু দিন আগে ছবির সেটের ছবি ভাইরাল হয়ে যাওয়ায়। নির্মাতারা অবশ্য ছবির নিয়ে কোনও কিছু প্রকাশ করতে চাইছেন না। তবে ইতিমধ্যেই প্রভাস ও পরিচালকের একটি ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যান। সেই ছবিতে পরিচালক এবং অভিনেতাকে কথা বলতে দেখা যায়।