রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


‘ফ্যামিলি ম্যান ২’-এর সাফল্য বলিউডে প্রবেশের রাস্তা সহজ করে দিয়েছিল। দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু একের পর এক ছবি এবং ওয়েব সিরিজের প্রস্তাব পাচ্ছিলেন। যদিও এখন প্রায় সব প্রস্তাবই তিনি ফিরিয়ে দিয়েছিলেন। বলিউডে গুঞ্জন, সামান্থা আয়ুষ্মানের নায়িকা হয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে পারেন। সেই মতো নিজেকে প্রমাণ করতে তিনি জোরদার প্রস্তুতিও শুরু করেছিলেন। যদিও সবই ভেস্তে যায়। কারণ, অসুস্থতার জন্য সামান্থার আরও সময় চাই। এই সব কারণে বলিউডের একের পর এক কাজের প্রস্তাব ছেড়ে দিচ্ছেন তিনি।
দক্ষিণী তারকা সামান্থা ‘মায়োসাইটিসে’ ভুগছেন। শারীরিক অবস্থা এই ভালো তো, এই খারাপ। এদিকে, নায়িকাকে হিন্দি ছবিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। বেশ কয়েকটি হিন্দি ছবি করবেন বলে তিনি সম্মতিও জানিয়েছিলেন। সইসাবুদও সারা। তবে শরীর তাঁকে স্বস্তি না দেওয়ায় ছাড়তে হচ্ছে সেই সব হিন্দি ছবির প্রস্তাব। জানা যাচ্ছে, সামান্থা শারীরিক অসুস্থতার জন্য লম্বা ছুটি নিচ্ছেন।
আরও পড়ুন:

পাহাড়ের উপর ছবির মতো সুন্দর শ্রবণবেলাগোলা— চন্দ্রগুপ্ত মৌর্যের এক অজানা অধ্যায়

শীতের সময় কেন বিট-গাজর রস খাবেন? দুই সব্জিতে রোগ প্রতিরোধ ক্ষমতা ছাড়া আর কী গুণ রয়েছে জানেন?

তাঁর অভিনীত ‘যশোদা’ ছবির মুক্তির আগেই তিনি আমেরিকা গিয়েছিলেন চিকিৎসার জন্য। ফিরে এসেও শরীর তাঁকে সঙ্গ দেয়নি। ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হতে হয়। এ সবের জন্য, তিনি সিদ্ধান্ত নিয়েছেন আপাতত কাজ নয়। বিরতি নিয়ে শরীর ঠিকঠাক হলে তখন কাজের কথা ভাববেন।

শীতের আমেজে ভোরবেলা লেপ ছাড়তে ইচ্ছা করে না? জানেন, কোন ব্যায়ামগুলি বিছানায় বসেই করা যায়?

খাই খাইঃ মাংস রান্নায় ভুল করে বেশি ঝাল দিয়ে দিলে কী করবেন? রইল টিপস

এদিকে এও শোনা যাচ্ছে, সামান্থা চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়া যেতে পারেন। অসহ্য যন্ত্রণায় তিনি কাহিল। সূত্রের খবর, শারীর ঠিক না থাকার জন্য ‘খুশি’ ছবির কাজও শেষ করতে পারেননি। এই ছবিতে নায়িকার বিপরীতে ছিলেন আর এক দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা।

Skip to content