সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত।
ব্যক্তিগত জীবনে ঝড়ঝাপটা সামলেও কেরিয়ারে নিজের সেরাটা দিয়েছেন এই দক্ষিণী অভিনেত্রী। বছর খানেক হল তিনি বলিউডে পা রেখেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজে অভিনয়ের জন্য যথেষ্ট প্রশংসা পেয়েছেন সামান্থা রুথ প্রভু। এখন রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণেও অভিনেত্রীকে দেখা যাবে। তেলুগু ছবি ‘খুশি’ও তাঁকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে।
খবর, এই দুই ছবির কাজ শেষ করে লম্বা বিরতিতে যাচ্ছেন সামান্থা। আপাতত বছরখানেক স্বাস্থ্যের দিকেই মন দিতে চান অভিনেত্রী। একেবারে সুস্থ হয়েই অভিনয়ে ফিরতে চাইছেন। যদিও এই বিরতির জন্য তাঁর অনেক আর্থিক ক্ষতি হচ্ছে। জানা যাচ্ছে, অভিনেত্রী কমবেশি ১২ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
আরও পড়ুন:
এ বার বড় পর্দায় আসছে রাজ কুন্দ্রার পর্নকাণ্ড, শিল্পার স্বামীই নিজের ভূমিকাতে অভিনয় করবেন?
বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-২৯: পৌরুষ, পুরুষ নির্মাণ, পুনর্নির্মাণ ও কিছু সমস্যা
অভিনেত্রী যে টানা বিরতি নেবেন এমন কানাঘুষো শোনা যাচ্ছিল দীর্ঘদিন ধরেই। সামান্থা এখন ছবি পিছু সাড়ে তিন থেকে চার কোটি টাকা পারিশ্রমিক নেন। শোনা যাচ্ছিল, বেশ কয়েকটি তামিল, তেলুগু ও হিন্দি ছবির জন্য তিনি অগ্রিম টাকাও নিয়েছিলেন। সেসব টাকা নাকি ফিরিয়ে দিয়েছেন। আপাতত তিনি তিনটি ছবির কাজ ছেড়েছেন। এর জেরে ক্ষতির পরিমাণ অন্তত ১০-১২ কোটি টাকা।
আরও পড়ুন:
তিরিশেই রং হারাচ্ছে চুল? এত কম বয়সে চুল পেকে যাওয়ার কারণ কী?
পর্দার আড়ালে, পর্ব-৩৬: কানন দেবী বললেন, ‘মনটা বড্ড খারাপ ছিল, অনেক রাত পর্যন্ত ঘুম আসেনি’, ও প্রান্ত থেকে উত্তর এল ‘আমারও’
সামান্থা পেশিপ্রদাহজনিত মায়োসাইটিস নামক এক রোগের শিকার। এই রোগের চিকিৎসার জন্য অভিনেত্রীকে বহু বার হাসপাতালেও যেতে হয়েছে। মায়োসাইটিস চিকিৎসার জন্যই বিরতি নিচ্ছেন অভিনেত্রী। খবর, আমেরিকায় অত্যাধুনিক চিকিৎসার পরে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে চান সামান্থা।