শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সলমন খান।

ডেঙ্গিতে আক্রান্ত ‘ভাইজান’! আপাতত এই বলিউড স্টার সলমন খান বাড়িতেই রয়েছেন। এই পরিস্থিতিতে তিনি দিওয়ালির সব আমন্ত্রণে ‘না’ বলে দিয়েছেন বলে খবর। এখন ‘বিগ বস’-এর মঞ্চেও কিছু দিন তাঁকে দেখা যাবে না। গত শুক্রবার শোয়ের সঞ্চালনা করেছেন পরিচালক কর্ণ জোহর। শনিবার ফের তাঁকেই সঞ্চালনা করতে দেখা যাবে। ‘ভাইজান’ আগে বেশ কয়েকটি পর্বের শুটিং সেরে রেখেছিলেন।
এদিকে, সলমন কবে থেকে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তা এখনও জানা যায়নি। তবে ডেঙ্গিতে আক্রান্ত খবর সত্য। ডেঙ্গিতে আক্রান্ত বলেই শুটিংও বন্ধ রাখতে হয়েছে বলে জানা গিয়েছে। বলিউড সূত্রে খবর, তাঁর শারীরিক পরিস্থিতি ভালো। তাড়াতাড়ি সুস্থ হয়ে বিশ্রাম নিয়ে তিনি আবার কাজে ফিরবেন।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: বাজির আগুন থেকে নিরাপদ দূরত্বে রাখুন খুদেদের, কী কী নিয়ম মানতেই হবে জেনে নিন শিশু বিশেষজ্ঞের পরামর্শ

উত্তম কথাচিত্র, পর্ব-৭: হারিয়ে যাওয়ার আগে এ এক বিফল মৃত—‘সঞ্জিবনী’ [০৮/০২/১৯৫২]

এদিকে, আগামী ২৫ অক্টোবর থেকে তাঁর আগামী ছবি ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর শুটিং শুরু করার কথা। যদিও শনিবার পর্যন্ত জানা যায়নি, ছবির কাজ শুরু করতে পারবেন কি না। তবে নায়ক অসুস্থ হলেও অন্যান্য অভিনেতাকে নিয়ে ছবির কাজ এগিয়ে রাখছেন পরিচালক।

Skip to content