শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান কার প্রেমে মোজলেন? গুঞ্জন উঠেছে, আরিয়ান এবার প্রেমে মজেছেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলির। নেট মাধ্যমে কিং খানের পুত্র আরিয়ানের বিশাল জনপ্রিয়তা। প্রেমের কারণে বিভিন্ন সময় খবরের শিরোনামে এসেছেন আরিয়ান। মাঝে মাদক মামলায় জড়িয়ে মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন আরিয়ান। এরপর বিভিন্ন সময় তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাঁর একটা ছবি পোস্ট করলেই হইচই পড়ে যায়।
তেমনই আরিয়ানের একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়ে হইচই ফেললেন সজল। সাদা টি-শার্ট পরা আরিয়ানের একটি ক্যানডিড ছবি পোস্ট করেন তিনি। ছবির সঙ্গে যুক্ত করেন শাহরুখ-অনুষ্কার সুপারহিট গান ‘হাওয়ায়ে’। সঙ্গে লাল হৃদয়ের ইমোজি। তারপর থেকেই নেটিজেনদের প্রশ্ন তবে কি আরিয়ানের প্রেমে পড়লেন এই পাকিস্তানি অভিনেত্রী? শোনা যাচ্ছে, আরিয়ান ও সজলের এই সোশ্যাল মিডিয়ার প্রেম নাকি বেশ অনেক দিনের। তবে আরিয়ান সজলের প্রেমে কতটা ডুবে রয়েছেন তা এখনও স্পষ্ট ভাবে জানা সম্ভব হয়নি।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-২৪: জাপানি-কুকুর পুষেছিলেন গগনেন্দ্রনাথ

একে একে সাজানো সোনা ও রুপোর বাট, ব্যবসায়ীর অফিস-লকার থেকে উদ্ধার ৩৪০ কেজি রুপো ও ৯১ কেজি সোনা

ব্যক্তিজীবনে ২০২০ সালে দীর্ঘদিনের প্রেমিক পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীরের সঙ্গে নিকাহ সারেন সজল। তবে তাঁদের বৈবাহিক সম্পর্ক বেশিদিন টেকেনি। চলতি বছরই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। শ্রীদেবী অভিনীত ‘মম’ (২০১৭) ছবির সঙ্গেই বলিউডে পা রেখেছিলেন সজল আলি। এতে শ্রীদেবীর মেয়ের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে। আগামিতে অভিনেত্রীকে ফের একবার বলিউড তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। শেখর কাপুর পরিচালিত ‘হোয়াট লাভ গট টু ডু উইথ ইউ’ সিনেমাতে। ২০২০ সালে ভারতীয় পরিচালক শেখর কাপুরের এই ছবির প্রিমিয়ার হয়েছিল টরেন্টো ইন্টারন্যাশন্যাল ফিল্ম ফেস্টিভ্যালে। এই ছবিতে সজলের সঙ্গে অভিনয় করেছেন শাবানা আজমি, লিলি জেমস, শাজাদ লতিফ প্রমুখ। রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

Skip to content