শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


১১ জুন শনিবার থেকে শুরু হয়েছে জি বাংলায় ‘সা রে গা মা পা’ গানের রিয়্যালিটি শো-র নতুন সিজন। জানা গিয়েছে, সোমবার ১৩ জুন থাকছে কিশোরকুমারকে নিয়ে বিশেষ পর্ব। তাতে প্রয়াত শিল্পীর জনপ্রিয় বাংলা ও হিন্দি গান এই প্রজন্মের কণ্ঠে শোনা যাবে। এই পর্বে বিশেষ বিচারক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী-পুত্র অমিতকুমার। এছাড়াও এই রিয়্যালিটি শো-র বিচারক হিসাবে থাকবেন জনপ্রিয় বলিউড গায়িকা রিচা শর্মা। একই সঙ্গে এই রিয়্যালিটি শোয়ে ‘মহাগুরু’র আসনে দেখা যাবে পণ্ডিত অজয় চক্রবর্তীকে। এই মঞ্চ থেকে উঠে আসা প্রথম পাঁচ জনকে তিনি তাঁর নিজের সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ‘শ্রুতিনন্দন’-এ গানের তালিম দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়াও শান্তনু মৈত্র ও শ্রীকান্ত আচার্যকে দেখা যাবে। ইমন চক্রবর্তী, জোজো, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, রথীজিৎ চক্রবর্তী প্রতিযোগীদের প্রশিক্ষণ দিতে থাকবেন। শোটি সঞ্চালনা করবেন আবির চট্টোপাধ্যায়। চার-পাঁচ জন শিশুশিল্পী এ বারের ‘সা রে গা মা পা’ মঞ্চে বড়দের সঙ্গে সমানে সমানে টক্কর দেবে বলে জানা গিয়েছে। এছাড়াও প্রতিবছরের মতো এবারও যন্ত্রানুসঙ্গীতে থাকছে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা। সারা দেশ থেকেই শিল্পীরা অংশগ্রহণ করবেন এই যন্ত্রানুসঙ্গীতে। বিশেষ পর্বে বলিউড থেকে আসবেন তাবড় তাবড় শিল্পীরা। সবমিলিয়ে এবারের ‘সা রে গা মা পা’-তে থাকছে প্রচুর নতুন চমক, নতুনত্বের সম্ভার। ‘সা রে গা মা পা’ প্রতি শনি এবং রবিবার রাত ৯.৩০ টায় দেখা যাবে।

Skip to content