কয়েক বছর আগেই ৩৭৭ ধারা বলবৎ ভারতীয় আইনের ধারায়। বুদ্ধিজীবি সম্প্রদায় অনবরত গলা ফাটাচ্ছেন সমকামিতার পক্ষে, কিন্তু তাতে আমরা ঘোমটা উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় শর্টস বানিয়েই ভীষণরকম অভিজাত, সনাতন সন্তান। আর এবার কী সেই ‘আভিজাত্য’-এর শিকার হলেন পরিচালক রামগোপাল ভার্মা? আটকে গেল তাঁর ছবি ‘ডেঞ্জারাস’-এর মুক্তি। কী এমন ছিল এই ছবির বিষয়? যার জন্য সেন্সর বোর্ডের ছাড়পত্র সত্ত্বেও কেবলমাত্র হলমালিকদের প্রবল আপত্তির মুখে পড়ে স্থগিত রাখত হল ছবির মুক্ত। তেমন কিছুই না, এই ছবি অন্যতম মূল বিষয়বস্ত হল প্রেম। দুই নারীর মধ্যে গড়ে ওঠা এক আদ্যপান্ত প্রেমের গল্প। আর সমস্যাটা ঠিক এখানেই। প্রেমের গল্পে নারী-পুরুষের সম্পর্কের রসায়নই তো গ্রহণীয়, সমকামী সম্পর্কের গল্প নিয়ে আবার সিনেমা হয় নাকি! সেন্সর বোর্ডের ছাড়পত্র সত্ত্বেও আইনক্স, পিভিআর হল মালিকেরা নাকি বেঁকে বসেছেন ছবি-মুক্তি নিয়ে। তাঁদের বক্তব্য, খুল্লামখুল্লা সমকামিতার ছবি তাঁরা দেখাবেন না। এহেন বক্তব্যে যারপরনরাই ক্ষুব্ধ পরিচালক রামগোপাল ভার্মা। ৩৭৭ ধারা বলবৎ হওয়ার পরেও এ কী দুরাবস্থা দেশের! এভাবেই টুইটার পোস্টে ক্ষোভ উগরে দিলেন পরিচালক।
এদিকে পরিচালকসহ ছবির দুই অভিনেত্রী নয়না গঙ্গোপাধ্যায় ও অপ্সর রানি দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন ছবির প্রচারের জন্য। ইতিমধ্যে ঘুরে গিয়েছেন কলকাতা থেকেও। গতকাল অর্থাৎ ৮ মার্চ ‘ডেঞ্জারাস’ মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু বিতর্কের জেরে আটক গিয়েছে ছবির মুক্তি। ছবির কাস্ট অ্যান্ড ক্রিউ-সহ গোটা টিম এবং অনুরাগীরা প্রমাদ গুনতে শুরু করে দিয়েছেন। কোন দিকে গড়াবে এই বিবাদের ঢেউ? তা কেবল সময়ই বলতে পারবে।
ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।