শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


‘দ্য ট্রায়াল’। ছবি: সংগৃহীত।

কিছুদিন আগেই ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে কাজল, যিশু সেনগুপ্ত, অলয় খান, শিবা চাড্ডা, কুব্রা সৈত অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল’। টানটান উত্তেজনা দিয়েই শুরু হয় প্রথম এপিসোড।

একটি ভাইরাল হওয়া এবং চারিদিকে শোরগোল পড়ে যাওয়া সেক্স টেপ, যাতে দেখা যায় একজন প্রতিষ্ঠিত জজ রাজীব সেনগুপ্ত (যিশু সেনগুপ্ত) এক জন উঠতি মডেলের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত। জজ বিবাহিত এবং দুই সন্তানের পিতা। তার বিরুদ্ধে অভিযোগ যে, সে এই ‘সেক্সুয়াল ফেভার’গুলো আসলে ঘুষ হিসেবে নিয়ে থাকেন।
তাঁর স্ত্রী নয়নিকা সেনগুপ্ত (কাজল), একসময়ের সেরা উকিল, আজ বহু বছর ওকালতিকে বিদায় দিয়ে একজন সুখী গৃহিনী। কিন্তু ওই ‘সেক্স টেপ’ এক নিমেষে চুরমার করে দেয় তাঁর সুখের সংসার। স্বামীকে পুলিশ নিয়ে যায় এবং তার সমস্ত সম্পত্তি এবং অ্যাকাউন্ট একাউন্ট সিজ করে দেয়। দুই মেয়েকে নিয়ে অসহায় মা বড় ফ্ল্যাট ছেড়ে উঠে আসে ছোট ফ্ল্যাটে, তাঁদের নামী স্কুলের ফিজ দিতে হিমসিম খায়, বিক্রি করে দিতে হয় সাধের মার্সিডিস গাড়ি।
আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-২: কাজের আশায়, তারকা অশোককুমারের গাড়িতে নয়, লোকাল ট্রেনে-বাসে ঘুরে বেড়াতেন কিশোর

রিভিউ: ‘সির্ফ এক বান্দা কাফি হ্যায়’—মনোজ বাজপেয়ী একাই একশো

বহু বছর আগে ছেড়ে আসা ওকালতি আবার নতুন করে শুরু করতে হয়। নয়নিকা যোগ দেয় তার কলেজের বন্ধু বিশাল চৌবের (অলয় খান) পার্টনারশিপ ল ফার্মে। ক্রমশ জানা যায় যে কলেজে, নয়নিকা এবং বিশালের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশিই ছিল, কিন্তু তা পূর্ণতা পায়নি। সময়ের সঙ্গে দু’জনের পথ আলাদা হয়েছে, নয়নিকা রাজীবকে ভালোবেসে সংসারী হয়েছে। কিন্তু বিশাল আজও নয়নিকাতেই আটকে আছে। তারই ল ফার্মে জুনিয়র হিসেবে নয়নিকা র কাজ করতে আসা জন্ম দেয় অনুভূতির নতুন টানাপোড়েনের।

একটু একটু করে কর্মক্ষেত্রে নিজের পায়ের তলার জমি শক্ত করতে লড়াই শুরু করতে হয় একজন একাকী মাকে। নয়নিকা এবং রাজীবের দুই মেয়ের জীবনে তাদের বাবার ‘সেক্স স্ক্যান্ডাল’-এর এমএমএস কী প্রভাব ফেলে এবং তারা সেটাকে কীভাবেই বা সামলে ওঠে সেটা সত্যিই দেখার মতো।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২৩: দো লাফজো কি হ্যায়… অমিতাভ-জিনাতের লিপ, পঞ্চমের সুর আর আশার কণ্ঠ, মনে পড়ছে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬: গার্হস্থ্য জীবনের প্রারম্ভে ভৈরবী ব্রাহ্মণীর আগমন

অন্য মহিলার সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপনের জন্য শুধুই অনুতপ্ত একজন স্বামী, যে মনে করে এটা কোনও বড় মাপের অপরাধ নয় এবং শুধু ক্ষমা চেয়ে নিলেই স্ত্রীর ক্ষমা করে দেওয়াটাই কর্তব্য। এই চিরাচরিত পুরুষতান্ত্রিক মনোভাব বিশ্বাসযোগ্য ভাবে ফুটিয়ে তুলছেন যিশু সেনগুপ্ত। এই ওয়েব সিরিজের আগামী সিজনে আমরা যিশুর অভিনয়ের আরও কিছু বৈচিত্র্য দেখতে পাবো আশা রাখছি।

অলয় খান চরিত্রপোযগী অভিনয় করেছেন। যে নারীর প্রতি বরাবরের দুর্বলতা, যাকে একবার হাতছাড়া করতে হয়েছে, তাকে দ্বিতীয়বার কাছে পেয়ে আর না হারানোর আকুতি মন ছুঁয়ে যায়।
আরও পড়ুন:

মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-১: ভিতরকুঠি টেরাকোটা শিবমন্দির এক অনন্যসাধারণ কোচ স্থাপত্যশৈলীর উদাহরণ

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৭০: অন্য বাইশে শ্রাবণ

শিবা চাড্ডা যে কোনও চরিত্রেই অসাধারণ। এখানেও তার ব্যতিক্রম হয়নি। অনেকদিন পরে দু’জন অভিনেতাকে আবার দেখা গেল। সম্ভবত ওটিটি প্ল্যাটফর্মে এঁদের প্রথম দেখা গেল। একজন বীণা, যিশুর মায়ের চরিত্রে, একেবারেই স্নেহান্ধ মাতা; আর অপরজন কিরণ কুমার, বিশালের ল ফার্মের অন্যতম পার্টনার এবং চরিত্রটি পরের দিকে অন্য মোড় নেয়। অন্যান্য চরিত্রদের মধ্যে দৃষ্টি আকর্ষণ করেছেন সানার চরিত্রে কুব্রা সৈত। অসম্ভব ন্যাচারাল অভিনয় এবং স্মার্ট স্ক্রিন প্রেজেন্স।
আরও পড়ুন:

ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৫: রাজবাড়ি এবং অভিনব বিবাহপর্ব

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৯: তা বলে কি প্রেম দেব না!

সব শেষে আসি মূল চরিত্র, নয়নিকা সেনগুপ্তর কথায়। কাজলের জন্যই চরিত্রটি যেন লেখা হয়েছে, এবং তিনি রোলটির প্রতি সম্পূর্ণ সুবিচার করেছেন। কাজল ওটিটিতে প্লাটফর্মে খুব বেশি কাজ করেননি। তাঁকে আরও বেশি দেখার অপেক্ষায় আছেন দর্শকরা। সব মিলিয়ে প্রত্যাশা পূরণ করেছে ‘দ্য ট্রায়াল’। আমেরিকান ওয়েব সিরিজ় ‘দ্য গুড ওয়াইফ’-এর হিন্দি রিমেক ‘দ্য ট্রায়াল’। যাঁরা এখনও দ্যাখেননি, তাঁরা দেখে ফেলতে পারেন। মনে হয় খারাপ লাগবে না।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content