‘আর্টিকল ৩৭০’ ছবি।
আর্টিকল ৩৭০
পরিবেশনা: বি৬২ স্টুডিয়ো, জিও স্টুডিয়ো
অনেক ব্যবসায়ী বেছে বেছে বিতর্কিত জমি বা সম্পত্তি কেনার ঝুঁকি নেন। কারণ সস্তায় পাওয়া যায়। তেমনি অনেক প্রযোজক বেছে বেছে বিতর্কিত বিষয়ে ছবি করার ঝুঁকি নেন। বিদেশের সার্কিট বা ওটিটি প্ল্যাটফর্ম বাদ দিলেও ১৪০ কোটি মানুষের দেশ ভারত। সর্বভারতীয় রিলিজের প্রাথমিক প্রচারে শহরেই যদি তার মাত্র ০.৫ শতাংশ মানুষও ‘দেখি কী আছে ছবিতে’ বলে হলে টিকিট কাটেন তাহলেই ৭ লক্ষ মানুষ ছবি দেখবেন। গড়ে ন্যূনতম ২০০ টাকা টিকিটের দাম হলেই ১৪ কোটি টাকার ব্যবসা। কোনওভাবে বিতর্কে ঘৃতাহুতি পড়লে আরও ব্যবসা। এরপর গ্রামেগঞ্জে ছবি যাবে। টিভি আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে এ সব রাজনৈতিক চর্চা আজ ট্রেনে-বাসে-হাটেবাজারে। ফলে এ ছবি দেখবেন আরও মানুষজন। বিদেশের সার্কিট বিক্রি হবে, ওটিটি রিলিজ হবে। এ ভাবেই চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘আর্টিকল ৩৭০’ ছবিটি ২০ কোটি টাকায় তৈরি হয়ে এ পর্যন্ত ১১০.৫৭ কোটি টাকার ব্যবসা করেছে।