মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


‘আর্টিকল ৩৭০’ ছবি।

 

আর্টিকল ৩৭০

কাহিনি বৈশিষ্ট্য: পলিটিক্যাল থ্রিলার (২০২৪)
ভাষা: হিন্দি
প্রযোজনা: জ্যোতি দেশপাণ্ডে, আদিত্য ধর, লোকেশ ধর
পরিবেশনা: বি৬২ স্টুডিয়ো, জিও স্টুডিয়ো
কাহিনি: আদিত্য ধর, মোনাল থাকার
চিত্রনাট্য: আদিত্য ধর, আদিত্য সুভাস জাম্বোলে, অর্জুন ধাওয়ান, মোনাল থাকার
নির্দেশনা: আদিত্য সুভাস জাম্বোলে
অভিনয়ে: ইয়ামি গৌতম ধর, প্রিয়ামণি, অরুণ গোভিল, মোহন আগাসে প্রমুখ
সময়সীমা: ১৫৮মিনিট
দেখা যাবে: নেটফ্লিক্স
রেটিং: ৬.৫/১০

অনেক ব্যবসায়ী বেছে বেছে বিতর্কিত জমি বা সম্পত্তি কেনার ঝুঁকি নেন। কারণ সস্তায় পাওয়া যায়। তেমনি অনেক প্রযোজক বেছে বেছে বিতর্কিত বিষয়ে ছবি করার ঝুঁকি নেন। বিদেশের সার্কিট বা ওটিটি প্ল্যাটফর্ম বাদ দিলেও ১৪০ কোটি মানুষের দেশ ভারত। সর্বভারতীয় রিলিজের প্রাথমিক প্রচারে শহরেই যদি তার মাত্র ০.৫ শতাংশ মানুষও ‘দেখি কী আছে ছবিতে’ বলে হলে টিকিট কাটেন তাহলেই ৭ লক্ষ মানুষ ছবি দেখবেন। গড়ে ন্যূনতম ২০০ টাকা টিকিটের দাম হলেই ১৪ কোটি টাকার ব্যবসা। কোনওভাবে বিতর্কে ঘৃতাহুতি পড়লে আরও ব্যবসা। এরপর গ্রামেগঞ্জে ছবি যাবে। টিভি আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে এ সব রাজনৈতিক চর্চা আজ ট্রেনে-বাসে-হাটেবাজারে। ফলে এ ছবি দেখবেন আরও মানুষজন। বিদেশের সার্কিট বিক্রি হবে, ওটিটি রিলিজ হবে। এ ভাবেই চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘আর্টিকল ৩৭০’ ছবিটি ২০ কোটি টাকায় তৈরি হয়ে এ পর্যন্ত ১১০.৫৭ কোটি টাকার ব্যবসা করেছে।

ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বলে জম্মু ও কাশ্মীর অঞ্চলটিকে বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা দেওয়া হয়েছিল। ২০১৯-এ ভারত সরকার সংবিধানের মোতাবেক আইনিভাবে এই ৩৭০ অনুচ্ছেদের বিশেষ মর্যাদা রদ করার সিদ্ধান্ত নেয়। কীভাবে তা সম্ভব হল তাই নিয়েই ছবির কাহিনি। বিতর্কিত বিষয়ের পক্ষে বিপক্ষে মতামত থাকবে, এই ছবি নিয়েও স্বপক্ষে ও বিপক্ষে মতপ্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: পঞ্চায়েত সিজিন-১ এবং ২ এক অন্য স্বাদের নেশা ধরাবে

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৯: মহাভারতে ছড়িয়ে আছে অসংখ্য আখ্যান-উপাখ্যান, তেমনই একটি সম্বরণ ও তপতীর কাহিনি

যাইহোক, ছবির অন্যতম কাহিনি-চিত্রনাট্যকার এবং প্রযোজক আদিত্য ধর স্পষ্ট জানিয়েছেন, ছবিটি বাস্তব ঘটনার বিবরণী নয় বরং বাস্তব ঘটনা দ্বারা অনুপ্রাণিত একটি কাল্পনিক কাহিনির চলচ্চিত্ররূপ। প্রসঙ্গত আদিত্য এ ছবির অন্যতম অভিনেত্রীও। এই মূহুর্তে অন্যধারার বাণিজ্যিক ছবির জনপ্রিয় নায়িকা ইয়ামি গৌতম ধরের স্বামী।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৩: মহীয়সী গৃহস্থনারী মা সারদা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৪: জোড়াসাঁকোয় পাগল-যাচাই

সমালোচকদের একাংশের মতে, এটি একটি অ্যাকশন ফিল্ম। যদি কেউ এর রাজনৈতিক অবস্থানের উপর বেশি মনোযোগ না দেন তবে একটি অ্যাকশন থ্রিলার হিসাবে পুরোপুরি উপভোগ করা যেতে পারে। অনেক আবার বিশেষভাবে এ ছবির টানটান চিত্রনাট্য ও পরিবেশনার প্রশংসা করেছেন। এ ছবিতে বহু বাস্তব চরিত্র এবং বাস্তব ঘটনার সরাসরি উল্লেখ রয়েছে। এই সব চরিত্রাভিনেতারা বাস্তবচরিত্রদের চলনে বলনে ব্যক্তি অভ্যাসের প্রায় নিখুঁত অনুসরণে এবং অবশ্যই অসাধারণ মেকআপের গুণে বিশেষভাবে সফল।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-২: যতই দেখি তারে, ততই দহি…

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৫: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— আমুর ও গোশিঙা

এই ছবিতে অনবদ্য অভিনয় করেছেন ইয়ামি গৌতম এবং দক্ষিণী অভিনেত্রী প্রিয়ামণি। যাঁরা ফ্যামিলিম্যান সিরিজ ১, ২ দেখেছেন তাঁরা জানেন প্রিয়ামণির অভিনীত চরিত্রে এক অদ্ভুত আভিজাত্যের বিচ্ছুরণ থাকে, এ ছবিতেও তার অন্যথা হয়নি। ইয়ামি গৌতম খুব সহজে তার অভিনীত চরিত্রকে স্বতন্ত্র করতে জানেন। তিনি যেমন সাবলীল কমেডি করেন, রোমান্সেও ভীষণ আকর্ষণীয়, ঠিক ততটাই স্বাভাবিক এবং সাবলীল এরকম অ্যাকশন ছবিতে। রাজনৈতিক কচকচি ঠিক না ভুল এসবের মধ্যে না গিয়ে টানটান ছবি দেখতে হলে নেটফ্লিক্সে ‘আর্টিকল ৩৭০’ দেখতে পারেন।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।

Skip to content