গত শতাব্দীর ৩০ এর দশকে বাংলা কাব্য কবিতার জগতে এক ঝাঁক কবির আবির্ভাব ঘটেছিল, যাঁরা নিজেদের স্থান করে নিতে পেরেছিলেন পাঠকের দরবারে। তেমনি এক কবি হলেন জীবনানন্দ দাশ। কবির জন্মের ১২৫ বছর চলছে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তনীর তরফে কবিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হল গত মঙ্গলবার ২ এপ্রিল আশুতোষ বিল্ডিং এর ২০৯ নম্বর ঘরে। স্বাগত ভাষণ দিলেন ড. শঙ্কর ঘোষ।
আরও পড়ুন:
এসি চালিয়েও কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন? জেনে নিন এসি-র খুঁটিনাটি
গরমে প্রচুর ঘাম হয়? এমন দিনে শরীরে জলের জোগান ঠিক রাখতে এই ৫ ফল খান
একে একে বিভিন্ন সভ্য-সভ্যারা কবির কবিতা থেকে পাঠ, কবির জীবন নিয়ে আলোচনা, সংগীত পরিবেশন করলেন। আড়াই ঘণ্টা ধরে এই অনুষ্ঠান চলে। সভাপতি পদে আসীন ছিলেন জাতীয় শিক্ষক ড. নিরঞ্জন বন্দোপাধ্যায়। অত্যন্ত আকর্ষণীয়ভাবে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করলেন ‘প্রাক্তনী’র সম্পাদক ড. শঙ্কর ঘোষ।