কিশোর কুমারের জীবনীচিত্র হাতছাড়া হচ্ছে অভিনীত রণবীর কাপুরের। বলি পাড়ায় খবর, ওই ছবিতে রণবীর কাপুরের পরিবর্তে রণবীর সিংহের কথা ভাবা হচ্ছে। কিংবদন্তি সঙ্গীতশিল্পীর বায়োপিকের জন্য নাকি ১১ বছর ধরে প্রস্তুতি চলছে। রণবীর কাপুরও ধাপে ধাপে প্রস্তুতি হচ্ছিলেন। কিশোর কুমারের বায়োপিকে রণবীর অভিনয় করবেন, এমন খবর এর আগেও একাধিক বার প্রকাশ্যে এসেছে। ২০২২ সালের গড়ার দিকে এক সাক্ষাৎকারেও রণবীর নিজের ভবিষ্যৎ প্রকল্পনা প্রসঙ্গে এ কথা জানিয়েছিলেন।
যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর সুর পাল্টেছেন। রণবীর এখন ‘কবীর সিংহ’ ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিমাল’ ছবির কাজে ব্যস্ত। কাজ শেষ হলে তিনি নাকি খানিক বিরতি নিতে চান। সময় দিতে চান মেয়ে রাহাকে। সেই সঙ্গে আরও কিছু কাজ নিয়ে কিছুটা ভাবনাচিন্তাও করতে চান অভিনেতা। সেই সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন রণবীর।
আরও পড়ুন:
আমির খান তৃতীয় বার বিয়ে করতে চলেছেন! ইন্ডাস্ট্রির অন্দরেই ফাঁস দিনক্ষণ
কুমড়োর বীজ কি ফেলে দেন? এই বীজ আসলে সুস্বাস্থ্যের দাওয়াই জানতেন?
নির্মাতারা কিশোর কুমারের জীবনীচিত্রের জন্য নাকি রণবীর সিংহকে নিয়ে ভাবনাচিন্তা করছেন। ১১ বছর ধরে আটকে থাকার পর নির্মাতারা আরও দেরি করতে চাইছেন না। জানা যাচ্ছে, এ বছরেরই শেষ দিক ছবির কাজ পুরদমে শুরু হওয়ার কথা।
আরও পড়ুন:
ফ্রিজে রাখা খাবার কত দিন ভালো থাকে? কোন নিয়ম মানলে বজায় থাকবে খাবারের গুণমান?
রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৬: আবার নুনিয়া
কিশোর কুমারের জীবনীচিত্র পরিচালনা করবেন বাঙালি পরিচালক অনুরাগ বসু। এর আগে রণবীর কাপুর অনুরাগের ‘বরফি’ ও ‘জগ্গা জাসুস’ ছবিতে করেছেন। কিশোর কুমারের জীবনীচিত্র নিয়ে রণবীর কাপুর জানান, ‘‘এই ছবি নিয়ে গত ১১ বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। অনুরাগের চিত্রনাট্য লেখার কাজ চলছে।’’ ‘সঞ্জু’র পরে এটাই তাঁর প্রথম বায়োপিক হতে চলেছে বলে অভিনেতা জানান। যদিও শেষমেশ কিশোর কুমারের জীবনীচিত্রে কোন রণবীরকে পর্দায় দেখা যাবে তাঁর জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।