রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

আর মাত্র একদিন। তারপরই জনপ্রিয় ধারাবাহিক ‘করুণাময়ী রাণী রাসমণি’-র অন্তিম পর্ব সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায়। এই অন্তিমপর্বে আবারও দেখা যাবে রানিমা-কে। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকে রানি রাসমণি-র মৃত্যুর পর শুরু হয়েছিল ‘করুণাময়ী রাণী রাসমণি’-র উত্তর পর্ব। এই পর্বে মা ভবতারিণীর বিভিন্ন লীলার কথা উঠে এসেছে। শুধু তাই নয়, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের অবস্থান সম্পর্কেও কিছুটা বর্ণনা করা হয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি’-র এই উত্তর পর্বে। এবার এই ধারাবাহিকের অন্তিমপর্বে শ্রীরামকৃষ্ণের জীবনের কিছু উল্লেখযোগ্য ঘটনা দেখা যাবে। নটী বিনোদিনীর সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ এবং ‘রাণী রাসমণি’র সঙ্গে শ্রীরামকৃষ্ণের আবার সাক্ষাৎ হওয়ার মতো কিছু দৃশ্য তুলে ধরা হবে ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের অন্তিম পর্বে।
জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিকে ‘রাণী রাসমণি’-র চরিত্রে অভিনয় করছেন দিতিপ্রিয়া রায়, শ্রীরামকৃষ্ণের চরিত্রে রয়েছেন সৌরভ সাহা, নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন দিয়া মুখোপাধ্যায়। ‘করুণাময়ী রাণী রাসমণি’ ধারাবাহিকের অন্তিম পর্ব দেখা যাবে ১৩ ফেব্রুয়ারি, সন্ধে ৬টায় জি বাংলায়।

Skip to content