‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ রণবীর ও ঐশ্বর্যা।
প্রেমিক হিসেবে বলিউডে বেশ সুনাম আছে তাঁর। বলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, তাঁর নিয়ে প্রেমের গুঞ্জন। তিনি হলেন রণবীর কপূর। এখন আলিয়া ভট্টকে বিয়ে করে সংসারী হয়েছেন। তবে, আলিয়াকে বিয়ের আগে তিনি একাধিক সম্পর্ক জড়িয়েছেন। সম্পর্ক নিয়ে একাধিক বিতর্কের সম্মুখীন হয়েছেন রণবীর। এহেন রণবীর নাকি পর্দায় প্রেম করতে গিয়ে লজ্জায় পড়ে গিয়েছিলেন! সম্প্রতি রণবীর এক সাক্ষাৎকারে এ বিষয়ে জানিয়েছেন।
২০১৬ সালে মুক্তি পায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ছবিটি পরিচালনা করেছিলেন কর্ণ জোহর। ছবিতে রণবীর ও ঐশ্বর্যা রাই বচ্চন ছিলেন। ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর চিত্রনাট্য অনুযায়ী রণবীর ও ঐশ্বর্যা প্রেমিক যুগলের ভূমিকায় অভিনয় করেছিলেন। কিছু অন্তরঙ্গ দৃশ্যেও দু’জনকে দেখা গিয়েছে।
সাক্ষাৎকারে রণবীর জানান, ঐশ্বর্যার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ের সময় তাঁর নাকি হাত-পা কাঁপছিল। তাঁর কথায়, ‘‘আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম। আমার হাত-পা রীতিমত কাঁপছিল। কোনও কোনও সময় ঐশ্বর্যার গালে স্পর্শ করতে গিয়েও অস্বস্তিতে পড়েছি।’’
সাক্ষাৎকারে রণবীর জানান, ঐশ্বর্যার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের অভিনয়ের সময় তাঁর নাকি হাত-পা কাঁপছিল। তাঁর কথায়, ‘‘আমি ভীষণ লজ্জা পাচ্ছিলাম। আমার হাত-পা রীতিমত কাঁপছিল। কোনও কোনও সময় ঐশ্বর্যার গালে স্পর্শ করতে গিয়েও অস্বস্তিতে পড়েছি।’’
আরও পড়ুন:
সঠিক উত্তর দিলে যদি চিকিৎসক হয়ে যান! সেই ভয়ে প্রবেশিকা পরীক্ষায় ইচ্ছে করেই ভুল উত্তর লিখেছিলেন মনোজ
উত্তম কথাচিত্র, পর্ব-৩৬: যুগে যুগে যা ‘সবার উপরে’
শেষমেশ কীভাবে মিটল সেই সমস্যা? রণবীরের বক্তব্য, তিনি অস্বস্তি আছেন বুঝতে পেরে ঐশ্বর্যাই সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন। রণবীরকে স্বাভাবিক করতে ঐশ্বর্যা বলতেন, ‘‘তোমার কী হয়েছে শুনি! আমরা তো অভিনয় করছি। তুমি ঠিক মতো নিজের কাজটা করো।’’ সেই সঙ্গে রণবীর নিজেকেও এ নিয়ে বোঝাতেন। রণবীর জানান, ‘‘এই সুযোগ আর জীবনে হয়তো পাব না, তাই সুযোগটাকে কাজে লাগানো উচিত!’’
আরও পড়ুন:
আপনার চোখ কি মাঝেমাঝেই কেঁপে ওঠে? কঠিন কোনও অসুস্থতার লক্ষণ নয় তো
নুডলসে চাই নতুনত্ব! নিমেষে বাড়িতেই তৈরি করে ফেলুন চিলি গার্লিক নুডলস
এদিকে, তাঁর বক্তব্যের যাতে কোনও রকম ভুল ব্যাখ্যা না হয়, রণবীর সে দিকেও সতর্ক ছিলেন। অভিনেতা বলেন, ‘‘ঐশ্বর্যা বড় মাপের অভিনেত্রী। খুব ভালো একজন শিল্পী। পারিবারিক ভাবেও আমার সঙ্গে অভিনেত্রীর পরিচয় আছে। ঐশ্বর্যা দেশের অন্যতম প্রতিভাময়ী অভিনেত্রী এ নিয়ে সন্দেহ নেই। ঐশ্বর্যা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ যে ভাবে আমাকে সাহায্য করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’’
ছবি দর্শক ও অনুরাগীদের নজর কেড়েছিল। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। ওই বছরের বাণিজ্যক ভাবে সফল ছবিগুলির মধ্যে অন্যতম ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।
ছবি দর্শক ও অনুরাগীদের নজর কেড়েছিল। বক্স অফিসেও সাফল্য পেয়েছিল। ওই বছরের বাণিজ্যক ভাবে সফল ছবিগুলির মধ্যে অন্যতম ছিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।