শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

অন্য কোনও দিন নয়, নববর্ষের দিনই বাজতে চলেছে শুভ পরিণয়ের সানাই। নতুন বছরেই নবজীবন শুরু করতে চলেছেন বলিউডের বহু চর্চিত তারকা জুটি আলিয়া ভট্ট ও রণবীর কাপুর। ইতিমধ্যেই তাঁদের বিয়ের সঠিক তারিখ নিয়ে জল্পনার জল বহুদূর গড়িয়েছে। কেউ বলছেন ১৩ এপ্রিল চুপিসারে গাঁটছড়া বাঁধত চলেছেন রণলিয়া। আবার কারও মতে ১৩ নয় ১৪ তারিখই হচ্ছে সেই মহাকাঙ্ক্ষিত দিনটি। সম্প্রতি আলিয়ার কাকা রবিন ভট্ট জানিয়েছিলেন আগামী ১৭ এপ্রিল সম্পন্ন হতে চলেছে শুভ পরিণয়। তবে এই তথ্যও সঠিক নয়। কারণ রণলিয়ার তাঁদের শুভ পরিণয় সারতে চলেছেন আগামী ১৫ এপ্রিল। বাঙালি নববর্ষের শুভ লগ্নতেই মিলে যাবে দুই হৃদয়। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে তাঁদের বিয়ের পরিকল্পনা চলছিল। কিন্তু আলিয়ার দাদু-দিদা অর্থাৎ নব্বই উর্ধ্ব সোনি রাজদানের বাবা ও মায়ের ছোট নাতনির বিয়ে নিজের চোখে দেখার মনোবাসনা পূর্ণ করার জন্যই সম্ভবত এগিয়ে আনা হয়েছে বিয়ের তারিখ।
এর আগ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার রণবীরের মা নীতু কাপুর বলেছিলেন, ‘ভগবানই জানেন কবে বিয়ে হবে ওদের’। মহেশ ভট্টও জানাতে নারাজ ছিলেন বিয়ের তারিখ। তবে রবিবার কাপুরদের খানদানী বাড়ি ‘কৃষ্ণা রাজ বাংলো’ আলোকমালায় সেজে ওঠা বাড়ি ইন্সটাগ্রামে নেটিজেনদের নজরে আসার সঙ্গে সঙ্গেই তোলপাড় নেটদুনিয়া। অতঃপর প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী ১৫এপ্রিলই সাতপাকে ঘুরছেন রণলিয়া। এই তথ্যে যারপরনাই উত্তেজিত বাঙালি মহল, হাজার হোক বাঙালির নতুন বছরে তাঁদের প্রিয় তারকাজুটি নতুন জীবন আরম্ভ করতে চলেছেন বলে কথা! এই আবেগ সত্যিই সীমা-পরিসীমাহীন!

Skip to content