রণলিয়া।
অবশষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ‘সঞ্জু’ ও গাঙ্গুবাই’। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন বলিজগতের আনাচে-কানাচে এখন একটাই চর্চা, আর তা হল রণবীর-আলিয়ার বিয়ের খবর। বসন্ত বাতাসে পরিণয়ের সুর ছড়িয় পড়েছে চতুর্দিকে। গত সপ্তাহে ভাইপো রণবীর কাপুরের বিয়ের খবরকে নস্যাৎ কর দিয়েছিলেন কাকা রণধীর কাপুর। সংবাদমাধ্যমকে তিনি স্পষ্টতই জানিয়েছিলেন তাঁর পরিবারে আসন্ন বিয়ের অনুষ্ঠান সম্পর্কিত কোনও তথ্য তার কাছে নেই। যদিও তিনি সেই সময়ে মুম্বইয়ে উপস্থিত ছিলেন না। কিন্তু রণধীরের বক্তব্য, ‘বিয়ে হলে এত বড় খবর কেউ আমাকে নিশ্চয়ই ফোন করে জানাত।’ পাশাপাশি মেহেন্দি শিল্পী বীণা নাগদাও জানিয়েছিলেন, তাঁর কাছে রণবীর-আলিয়ার বিয়ের কোনও খবর নেই। তবে সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে মহেশ ভট্টের সৎ ভাই এপ্রিলেই রণলিয়ার বিয়ের তারিখ ঘোষণা করলেন। আগামী ১৩ এপ্রিল সাত পাক বাঁধা পড়তে চলেছে তাঁরা, আর ঠিক সেই কারণেই ১৩ তারিখের মধ্যে ‘লাভ রঞ্জন’-এর শ্যুটিং শেষ করে বিয়ের ৭-৮ দিন পরে সন্দীপ রেড্ডি ভঙ্গার ‘অ্যানিমাল’ ছবির শ্যুটিং শেষ করার পরিকল্পনা রয়েছ রণবীরের। প্রায় ৪৫০ জনের উপস্থিতিতে কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই সুসম্পন্ন হতে চলেছে রণবীর-আলিয়ার শুভ পরিণয়। কয়েকদিন আগে শোনা যাচ্ছিল চেম্বুরে কাপুরদের পৈতৃক বাড়ি আরকে হাউসে ১৭ এপ্রিল হতে চলেছে ‘রণলিয়া’র বিয়ে। কিন্তু রবিন ভট্ট নিজে জানান, ১৭ নয়, ১৩তেই ‘বাস্তু’তে পাঞ্জাবি মতে সাতপাকে ঘুরবেন পর্দার ‘গাঙ্গুবাই’ ও ‘সঞ্জু’।