শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


নারীই নারীর সবথেকে বড় শত্রু। পুরুষতান্ত্রিক সমাজকাঠামোর প্রয়োজনে নির্মিত হাজার একটা নিয়ম ও সংস্কারের মধ্যে এই প্রবাদটিও অন্যতম, কিন্তু ছক ভেঙে আধিপত্যবাদের বিরুদ্ধে হেঁটে যাওয়ার সময় এসেছে। নারী কেবল নারীর সবথেকে বড় বন্ধুই নয়, হত পারে একে অপরের জীবন কাটানোর সাহারাও। এই বার্তাই আর একবার উঠে এল পরিচালক রামগোপাল ভার্মা নির্মিত আসন্ন ছবি ‘ডেঞ্জারাস’-এ। মূলত অপরাধমূলক থ্রিলার এই ছবির মূল জনরা হলেও, ছবির বিষয়বস্তু জুড়ে রয়েছে দুই নারীর প্রেম। এর আগেও রামগোপাল ভার্মা তার ‘নিঃশব্দ’ ছবির মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন আঠারো বছরের এক যুবতীর সঙ্গে ষাটোর্ধ্ব এক পুরুষের প্রেমজ সম্পর্ক। ব্যতিক্রমই তার কাজের মূল শর্ত, কিন্তু তাই বলে সমকামিতা! ভারতীয় সমাজের অপ্রয়োজনীয় নীতি পুলিশি ও ছুৎমার্গ কতটা মেনে নিতে পারব পর্দার এই সম্পর্ককে? আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরিচালক জানান—’এ তো খুব সাধারণ ব্যাপার, সাহসের কী আছে! মানুষকে বুঝতে হবে, সমপ্রেম কোনও অপরাধ নয়, হতেই পারে।’ পরিচালক এও বলেন, একটি অপরাধমূলক ছবির অন্যতম বিষয়বস্তু হিসাবে তিনি একটি স্বাভাবিক ভালোবাসার গল্প বলতে চেয়েছেন মাত্র, আর ভালোবাসাই পরিচালকের কাছে শেষ কথা। সেই ভালোবাসার সম্পর্ক দুজন নারী-পুরুষের মধ্যে গড়ে উঠছে নাকি দুই নারী কিংবা দুই পুরুষের মধ্যে গড়ে উঠছে সেটা বড় কথা নয়।
ছবির পোস্টার জনসমক্ষে আসতেই আরম্ভ হয়েছে গুঞ্জন। পোস্টারে জলকেলিতে রত নয়না ও অপ্সরাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে জনমাঝে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন—এমন এক বিতর্কিত বিষয়কেন্দ্রিক ছবি কতটা সাফল্যলাভ করতে সক্ষম হবে বক্স অফিসে? ছবিতে অভিনয় করেছেন নয়না গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী অপ্সরা রানি। নয়না ইতিমধ্যেই ‘চরিত্রহীন’ ওয়েব সিরিজে কিরণময়ীর ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেছেন। এরপর বলিউড তাঁর আসন্ন ছবি নিয়ে তিনি যারপরনাই উত্তেজিত। ডেঞ্জারাসে শ্যুটিং-এর প্রতিটি মুহূর্ত এবং সহঅভিনেত্রী অপ্সরার সঙ্গে কাটানো বন্ধুত্বের মুহূর্তগুলি তাঁর কথায় ‘চিরস্মরণীয় হয়ে থাকবে।’ ‘ডেঞ্জারাস’-এর প্রমোশনাল সফরে দুই অভিনেত্রীকেই আসতে হয়েছিল কলকাতায়। অপ্সরা কলকাতার মিষ্টি ও কলকাতার মানুষ উভয়ের তারিফেই পঞ্চমুখ হলেন। দুই অভিনেত্রীর কাছেই সমকামী প্রেম মানবজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অংশ, তাই রামগোপাল ভার্মার আসন্ন ছবি ‘ডেঞ্জারাস’এ অভিনয় করতে পেরে দুজনে যারপরনাই আনন্দিত। জানা গেছে, প্রেম, রোম্যান্স, অ্যাকশন এবং থ্রিলের টানটান উত্তেজনাপূর্ণ মিশেলে নির্মিত ছবি ‘খতরা’ বা ‘ডেঞ্জারাস’ পরিচালক রামগোপাল ভার্মার জন্মদিনের পরের দিনই অর্থাৎ ৮ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

Skip to content