হলিউডে পা রাম চরণের।
অস্কার জয়ের আমেজ উপভোগ করছেন ‘আরআরআর’-এর তারকা রাম চরণ। এনটিআর জুনিয়রের পাশাপাশি রাম চরণও ছবির অন্যতম আকর্ষণ। রাম চরণ দক্ষিণী ছবি থেকে বলিউড, সব জায়গাতেই তিনি নিজেকে প্রমাণ করেছেন। এ বার কি তাহলে তাঁর লক্ষ্য হলিউড?
এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ মুক্তি পেয়েছিল ২০২২ সালের মার্চ মাসে। বক্স অফিসে নজির গড়ে বিপুল বাণিজ্যিক সাফল্যের পরে ছবিটি বিদেশেও পাড়ি দিয়েছিল। প্রশংসা কুড়িয়েছে বিশ্ববাসীর। ‘আরআরআর’-র ‘নাটু নাটু’ গানের অস্কার প্রাপ্তিও হয়েছে। সেই সঙ্গে এই জয় প্রমাণ করেছে, ভাষা কোনও বাধা হতে পারে না।
আরও পড়ুন:
দু’জনের মধ্যে মনের মিল থাকলেও নেই কোনও শারীরিক আকর্ষণ! তৈরি করা কি সম্ভব
জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-২: বারাণসীকুলপতি বিশ্বনাথ
রাম চরণ কি এবার আন্তর্জাতিক চলচ্চিত্রে পা রাখতে চলেছেন? নায়কের জবাব, “এত দ্রুত বলাটা ঠিক হবে না। বরং বলা ভালো আমি জানি না।” ইতিমধ্যেই ছবির চুক্তিপত্রতে সই করে দিয়েছেন রাম চরণ। যদিও তিনি এ নিয়ে মুখ খুলতে নারাজ। এর কারণ কী? অভিনেতা বলেন, “বিষয়টি লস অ্যাঞ্জেলেসের উপর ছেড়ে দিয়েছি। কথাবার্তা শুরু হয়েছে। তবে সব কিছুর একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। আগে হোক সে সব। আমার মা বলেন, নজর না লাগে!” রাম আরও বলেন, “সবারই ইচ্ছা করে এমন কোথাও কাজ করতে, যেখানে প্রতিভা প্রশংসিত হয়।”
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-৩: ‘তিসরি মঞ্জিল’ ছিল পঞ্চমের প্রথম অগ্নিপরীক্ষা
বিধানে বেদ-আয়ুর্বেদ: আমবাতের সমস্যায় ভুগছেন? ভালো থাকবেন এই ঘরোয়া উপায়গুলি মেনে চললে
রাম এখন ‘আরসি ১৫’ নামে একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। ২০২৪ সালের জানুয়ারি মাসে এ ‘আরসি ১৫’ মুক্তি পাওয়ার কথা। কিয়ারা আডবাণীকে দেখা যাবে রামের বিপরীতে। তবে রাম চরণকে বলিউডেও শীঘ্রই দেখা যাবে। পরিকল্পনা ঠিক মতো এগলে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে রাম বলিউডে আবার ফিরবেন।