শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


চার হাত এক হল রকুল প্রীত এবং জ্যাকির। ছবি: সংগৃহীত।

চার হাত এক হল অভিনেত্রী রকুল প্রীত সিংহ এবং প্রযোজক জ্যাকি ভাগনানির। দক্ষিণ গোয়ায় সমুদ্রসৈকতের ধারে একটি হোটেলে বসেছিল বিয়ের আসর। রকুল এবং জ্যাকির দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক। অবশেষে ২১ ফেব্রুয়ারি সেই সম্পর্ক পরিণতি পেল। অনুষ্ঠানে পরিবারের সদস্যরা, আত্মীয়-পরিজন এবং কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন। এছাড়াও বলিপাড়ার বহু তারকাও বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন।
রকুল-জ্যাকির বিয়ের খবর প্রকাশ্যে গত বছরের মাঝামাঝি সময়। সম্প্রতি এক সাক্ষাৎকারে রকুল বিয়ের দিনের রীতিনীতি নিয়ে বলেছিলেন। রকুল জানিয়েছিলেন, বিয়ের দিন সকালে চূড়া অনুষ্ঠান হবে। আর বিয়ের আসর বসবে গোধূলিতে। রকুল প্রীত শিখ। সে কারণে প্রথম ‘আনন্দ কারজ’ (শিখদের বিয়ের অনুষ্ঠান) হবে। জ্যাকিরা হলেন সিন্ধি। তাই আবার সিন্ধি নিয়মে বিয়ে হবে।
আরও পড়ুন:

রণবীর-দীপিকার সুখবর! অভিনেত্রী কত মাসের অন্তঃসত্ত্বা?

দীর্ঘ ক্ষণ খাবার গরম থাকবে এই ৩ উপায়ে, জানতেন?

বিবাহ-পূর্ববর্তী সমস্ত অনুষ্ঠান শুরু হয়েছিল গত ১৯ ফেব্রুয়ারি থেকে। নবদম্প গত শনিবারই পরিবারের সদস্যদের নিয়ে গোয়ায় গিয়েছিলেন। পরের দিন গোয়ায় বিয়েকে কেন্দ্র করে মেহন্দি, সঙ্গীত, হলদি— নানা অনুষ্ঠান হয়েছে। সব শেষে সেই মাহেন্দ্রক্ষণে রকুল-জ্যাকি সাত পাক ঘুরলেন।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: অনেক শারীরিক সমস্যার সমাধান জবা ফুল

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস: তোমার ভাষা বোঝার আশা

রকুল-জ্যাকি গোয়ায় বিয়ের পর্ব মিটিয়েই মুম্বই ফিরবেন। ২২ ফেব্রুয়ারি মুম্বইয়ে রিসেপশন। জ্যাকিবন্ধুবান্ধব, তারকাদের জন্য এই রিসেপশন পার্টির আয়োজন করেছেন তাঁরা। জ্যাকি প্রযোজক বাসু ভগনানির পুত্র। বাসু সংস্থা অনেক হিট ছবি দিয়েছে। সে কারণে জ্যাকি-রকুলের বিয়েতে খ্যাতনামী তারকারা আসবেন, এটা ধরে নেওয়াই যায়। সেই অতিথি তালিকায় স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নাম রয়েছে।

Skip to content