সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


রাজু শ্রীবাস্তব

শারীরিক পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। জনপ্রিয় কৌতুকশিল্পী ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের এমআরআই-এর রিপোর্ট হাতে আসার পর এমনটাই জানা গিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী, রাজুর মস্তিষ্কের স্নায়ুর বেশ ক্ষতি হয়ে গিয়েছে। যদিও বিশেষজ্ঞ চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে কৌতুকশিল্পীর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হয়।
চিকিৎসকদের বক্তব্য, রাজুর জন্য আগামী ১০ দিন অতন্ত্য গুরুত্বপূর্ণ। কারণ এই আশঙ্কাজনক পরিস্থিতি কাটিয়ে উঠতে তাঁর অন্তত ১০ দিন সময় লাগবে। রাজু শ্রীবাস্তব এখন দিল্লির এমসে চিকিৎসাধীন। গত বুধবার জিমে ট্রেডমিলে ছুটতে গিয়ে তিনি আচমকা পড়ে যান। জিমের প্রশিক্ষক তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তড়িঘড়ি তাঁর অ্যাঞ্জিয়োপ্ল্যাস্টি করা হয়। বুকে দুটো স্টেন্টও বসান হয়েছে।
এদিকে কৌতুকশিল্পী ও অভিনেতার ছোট ভাই কাজু শ্রীবাস্তবও এমসে ভর্তি রয়েছেন। শরীরে টিউমার থাকার জন্য কাজুর অস্ত্রোপচার করা হয়েছে। যদিও দাদা রাজুর শারীরিক পরিস্থিতি নিয়ে তাঁকে কিছু জানানো হয়নি। তবে কাজু এখন অনেকটাই সুস্থ। দিন তিনেক আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, রাজু শ্রীবাস্তবের হৃদযন্ত্র স্বাভাবিক ছন্দে কাজ করছে না। তাই তাঁকে ভেন্টিলেশনে রাখে হয়েছে। এখন তিনি কৃত্রিম ভাবে শ্বাস নিচ্ছেন। তাঁর মস্তিষ্কও প্রায় অসাড়।
রাজুর ছোটবেলার এক বন্ধু জানিয়েছেন, চিকিৎসকরা আশা করছেন রাজু ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। রাজুর পরিবার ও তাঁর সহকর্মীরা শিল্পীর আরোগ্য করছেন। শুধু তাই নয়, সঙ্গীতশিল্পী কৈলাস খেরের আয়োজনে ২১ জন সন্ন্যাসী মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছেন।

Skip to content