![](https://samayupdates.in/wp-content/uploads/2023/05/rajinikanth.jpg)
এই মুহূর্তে রজনীকান্ত মেয়ে ঐশ্বর্যা পরিচালিত ছবি ‘লাল সালাম’-এর কাযে খুব ব্যস্ত।
দক্ষিণ ভারতের বিনোদন জগতের অন্যতম নক্ষত্র হলেন রজনীকান্ত। তিনি একটানা প্রায় ৫ দশক ধরে দর্শকের মন জয় করছেন। তাঁর অসংখ্য অনুরাগীর। তাঁর অভিনিত বহু ছবি দর্শকদের মন কেড়েছে। দক্ষিণী সিনেমাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যাওয়ার পিছনে তাঁর অবদান বিরাট। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, অভিনেতার ৫ দশকের কর্মজীবন নাকি ফুরিয়ে আসছে। জল্পনা, রজনীকান্ত নিজের ১৭১ তম ছবির কাজ শেষ করেই নাকি বিদায় জানাবেন তাঁর অভিনয় জীবনকে।
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যাচ্ছে, রজনীকান্ত এই মুহূর্তে নামজাদা তামিল ছবি নির্মাতা ও অভিনেতা লোকেশ কনগরাজের সঙ্গে কাজ করছেন। এই ছবির মাধ্যমেই অভিনেতা তাঁর পেশাদার অভিনয় জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিশকিন জানিয়েছেন, ১৭১তম ছবির পরেই নাকি রজনীকান্তের অভিনয় জীবনের যবনিকা পতন হতে চলেছে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/05/News-kerala-story.jpg)
বাংলায় দেখানো যাবে ‘দ্য কেরালা স্টোরি’! নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/05/Bratacharini2.jpg)
উত্তম কথাচিত্র, পর্ব-৩৫: যে ছিল আমার ‘ব্রতচারিণী’
লোকেশ কনগরাজের এই ছবিতেমিশকিনও অভিনয় করছেন। তিনি এও জানান, রজনীকান্ত তাঁর অভিনয় জীবনের এই মাইলফলক ছবির জন্য জুটি বাঁধতে চলেছেন লোকেশ কনগরাজের সঙ্গে। নিজের শেষ অধ্যায় যাতে একদম নিখুঁত হয়, তা নিশ্চিত করতে চান রজনী। যদিও রজনীকান্ত নিজে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/04/Physiology-1.jpg)
কেরিয়ার গাইড, বিষয়: শারীরবিজ্ঞান ফিজিওলজি বা শারীরবিজ্ঞান পড়ে গড়ে তোলো ভবিষ্যৎ
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/05/aam-panna.jpg)
স্বাদে-আহ্লাদে: তপ্ত দিনে প্রাণ জুড়োতে বন্ধুদের জন্য বানিয়ে ফেলুন আমপান্না
এই মুহূর্তে রজনীকান্ত মেয়ে ঐশ্বর্যা পরিচালিত ছবি ‘লাল সালাম’-এর কাযে খুব ব্যস্ত। ছবির প্রথম ঝলকও মুক্তি পেয়েছে। ‘লাল সালাম’-এর শুটিংয়ের জন্য তাঁকে এখন ঘনঘন মুম্বই যাতায়াত করতে দেখা যাচ্ছে। ‘লাল সালাম’ ছবিতে তিনি ‘মইদিন ভাই’-এর চরিত্রে অভিনয় করছেন। রজনীকান্ত ইতিমধ্যেই ‘জেলার’ ছবির কাজও সেরে ফেলেছেন। ওই ছবিতে মোহনলাল, জ্যাকি শ্রফও রয়েছেন।