শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


দুই মহাতারকা অমিতাভ বচ্চন ও রজনীকান্ত।

ফের এক ফ্রেমে দুই মহাতারকা। অবশ্য এমনটা আগেও হয়েছে। অমিতাভ বচ্চন এবং দক্ষিণের ‘ভগবান’ রজনীকান্তকে পর্দায় আগেই একসঙ্গে দেখা। বয়স বাড়লেও ক্লান্তি নেই দুই তারকার। সূত্রের খবর, অমিতাভ ও রজনীকান্ত নাকি আবার জুটি হিসেবে ফিরছেন! থালাভিয়ার ১৭০তম ছবিতে নাকি অমিতাভকেও রজনীর সঙ্গে পর্দা ভাগ করে নিতে দেখা যাবে।
এই জুটিকে শেষ বার পর্দায় দেখা গিয়েছিল ৩২ বছর আগে। তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে ‘হম’, ‘অন্ধা কানুন’ এবং ‘গ্রেফতার’ ছবিতে। আপাতত দুই তারকারই খুব ব্যস্ত। তাই একটু হালকা হলেই তাঁদের নতুন ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন।
আরও পড়ুন:

চায়ের সঙ্গে বিস্কুট খেতে খুব ভালোবাসেন? এই অভ্যাস স্বাস্থ্যের পক্ষে কী কী ঝুঁকি বাড়ায় জানেন?

বজরংবলির পাশের আসনে বসে ‘আদিপুরুষ’ দেখার উন্মাদনা, টিকিটের দাম বাড়ছে? কী জানালেন নির্মাতারা?

রজনীকান্ত ‘জেলার’ ছবির কাজ শেষ করেছেন। আপাতত ‘লাল সালাম’ ছবির কাজে তিনি খুব ব্যস্ত। এর পরেই অমিতাভের সঙ্গে তিনি কাজ শুরু করবেন। টিজে জ্ঞানাভেল ছবিটি পরিচালনা করবেন। টিজে ‘জয় ভীম’-এর পরিচালক। জানা যাচ্ছে, অমিতাভ ও রজনী ছবি একাধিক ভাষায় ডাব হবে। জল্পনা, এটিই রজনীকান্তের ১৭০তম ছবি হতে চলেছে। দক্ষিণের ‘ভগবান’-এর প্রতি সম্মান জানিয়েই ছবির এমন নামকরণ করা হয়েছে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৩৮: চলতে চলতে ‘সাহেব বিবি ও গোলাম’

আমি বনফুল গো: তিনিই ছিলেন ভারতীয় ছবির প্রথম সিঙ্গিং সুপারস্টার/১

শোনা যাচ্ছে, অমিতাভের চরিত্রটিও নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবিটির কাজ কবে থেকে শুরু হবে, নির্মাতারা সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে চলতি বছরের শেষ দিকেই ছবির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।

সম্প্রতি অমিতাভকে ‘প্রোজেক্ট কে’ নামে একটি তেলুগু ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে দেখা যাবে। অমিতাভ ঋভু দাশগুপ্তের ‘সেকশন ৮৪’-ছবিতেও কাজ করছেন। এই দুটি ছবির কাজ শেষ হলে ‘থালাভিয়ার ১৭০’-এর সেটে যোগ দেবেন অমিতাভ।

Skip to content