শুরু হয়ে গেল ‘পুষ্পা: দ্য রুল’র শ্যুটিং। ২০২১ সালে আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার ‘পুষ্পা: দ্য রাইজ’ দেশজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিল। এই ছবির গান থেকে শুরু করে সংলাপ, রীতিমতো ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। ভক্তদের কৌতুহল স্বাভাবিকভাবেই বাড়তে থাকে পুষ্পার পার্ট-টু নিয়ে। এবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে ‘পুষ্পা: দ্য রুল’-এর শ্যুটিং শুরু হচ্ছে। জানা গিয়েছে, শ্যুটিং শুরু হয়েছে ২২ অগস্ট থেকে। পরিচালক সুকুমার গত সোমবার পুজো সেরেই শ্যুটিং শুরু করেন। ‘পুষ্পা-টু’তেও একসঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণের জনপ্রিয় জুটি আল্লু অর্জুন ও রশ্মিকা।
এছাড়া এই সিকুয়েলে বিজয় সেতুপতিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ছবির পরিচালক সুকুমার একটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘পুষ্পার রাজ ফিরে আসছে! এই হল শাসন করার সময়! ভারতের সবচেয়ে বেশি প্রত্যাশিত সিক্যুয়েল তৈরি কাজ শুরু করা হচ্ছে পুজো করে।’ শুধু ভারতে নয়, প্রতিবেশী দেশগুলোয় ‘পুষ্পা’ ছবির জনপ্রিয়তা দেখে অবাক নির্মাতারা। তাই তাঁরা চাইছেন ‘পুষ্পা-টু’ ছবিটিকে ১০টি ভাষায় রিলিজ করতে। কিছু প্রতিবেশী দেশে এই ছবি রিলিজ করার চিন্তাভাবনা করা হচ্ছে।
সূত্রের খবর, ‘পুষ্পা: দ্য রুল’ ছবির জন্য নির্মাতারা আপাতত ৩৫০ কোটি বাজেট রেখেছেন। তবে মনে করা হচ্ছে এই অঙ্ক ছাড়িয়ে ৫০০ কোটিও খরচ হতে পারে। নির্মাতাদের দাবি, এই ছবিতে এমন সব অ্যাকশন দৃশ্য দেখা যাবে, যা আগে কোনও ছবিতে দেখা যায়নি। ‘পুষ্পা টু’-কে আরও উচ্চতায় পৌঁছে দিতে তাঁরা বদ্ধপরিকর। তাই নির্মাতারা বাজেট নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না।
সূত্রের খবর, ‘পুষ্পা: দ্য রুল’ ছবির জন্য নির্মাতারা আপাতত ৩৫০ কোটি বাজেট রেখেছেন। তবে মনে করা হচ্ছে এই অঙ্ক ছাড়িয়ে ৫০০ কোটিও খরচ হতে পারে। নির্মাতাদের দাবি, এই ছবিতে এমন সব অ্যাকশন দৃশ্য দেখা যাবে, যা আগে কোনও ছবিতে দেখা যায়নি। ‘পুষ্পা টু’-কে আরও উচ্চতায় পৌঁছে দিতে তাঁরা বদ্ধপরিকর। তাই নির্মাতারা বাজেট নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না।