বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

দেশজুড়ে এখন একটা জ্বরেই জরজর অবস্থা, আর সেটা হল ‘পুষ্পা’ জ্বর। গত ১৭ ডিসেম্বর ২০২১ -এ মুক্তি পেয়েছে দক্ষিণী পরিচালক সুকুমার নির্মিত আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত ছবি —’পুষ্পা দ্য রাইজ’। আর মুক্তির পরেই কেবল দক্ষিণে নয়, লাল চন্দনকাঠের চোরা কারবারি পুস্পা রাজের কাহিনী সমগ্র দেশের পাশাপাশি বিদেশেও রীতিমতো আলোড়ন তুলেছে। কেবল তেলুগু নয়, হিন্দিতেও বক্স অফিসে ছকভাঙা রেকর্ড গড়ল অল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’। হিন্দির পাশাপাশি তামিল, মালয়ালম এবং কন্নড় ভাষাতেও এই ছবির ডাবিং করে বাজারে ছাড়া হয়েছে। আর তাতেই চমকপ্রদ ফল মিলেছে। সাম্প্রতি বাণিজ্য বিশ্লেষক রমেশ বালার-এর এক ট্যুইট থেকে জান গিয়েছে, হিন্দি ভাষায় ডাব করা ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি বক্স অফিসে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছে। ভারতে এই ছবির মোট ব্যবসা প্রায় ৩১৯ কোটি এবং বিদেশে প্রায় ৪৫ কোটি। দেশ-বিদেশ মিলিয়ে প্রায় ৩৫৪ কোটির মতো আয় করেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। অতিমারির মধ্যেই পুস্পা বক্স অফিসে প্রায় ৩০০ কোটি টারার ব্যাবসা করেছে। ছবির আপামর সাফল্যে উৎফুল্ল হয় ইতিমধ্যেই পরিচালক সুকুমার ‘পুষ্পা: দ্য রাইজ’-এর সিক্যোয়ালের কথা ঘোষণা করেছেন। আল্লু অর্জুনের বক্তব্য অনুযায়ী, পুস্পার সিক্যোয়েল ‘পুষ্পা দ্য রুল’ প্রথম ছবির থেকেও বড় মাপের কাজ হতে চলেছে। সিক্যোয়েলেও মুখ্য ভূমিকায় থাকতে চলেছে রেশ্মিকা এবং আল্লু।

Skip to content