রবিবার ১৬ ফেব্রুয়ারি, ২০২৫


প্রিয়াঙ্কা চোপড়া রবিবার মাতৃদিবসেই মেয়ে মালতি ম্যারি চোপড়া জোনাসকে ঘরে নিয়ে এলেন। ইনস্টাগ্রামে সেই ছবি দিয়েছেন অভিনেত্রী। নির্ধারিত সময়ের আগে গত জানুয়ারি মাসে জন্ম হয়েছিল কন্যা মালতি’র। প্রিয়াঙ্কা ও জোনাস মেয়ের জন্য সারোগেসির সাহায্য নিয়েছেন। নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে প্রায় ১০o দিন ভর্তি ছিল নবজতক। এই প্রথম মালতিকে কোলে নিলেন মা প্রিয়ঙ্কা। ইনস্টাগ্রামে দেওয়া ছবিতে মেয়ে কোলে প্রিয়াঙ্কা সঙ্গে রয়েছেন স্বামী নিক জোনাস। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেছেন, ‘অনেক টানাপোড়েনের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে। একশো দিন আইসিইউ-তে থাকার পর অবশেষে আমাদের মেয়েটা বাড়ি এল। নিঃস্বার্থভাবে যারা পাশে ছিলেন তাঁদের এবং ক্যালিফোর্নিয়ার সব চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানাই’। স্বামী নিক জোনাসের উদ্দেশ্যে লিখেছেন, ‘তুমিই মাতৃত্বের স্বাদ আমায় দিলে, ধন্যবাদ নিক’।

Skip to content