শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে জন্মের পর প্রায় বছর খানেক আড়ালেই রাখেন। সারোগেসির মাধ্যমে কন্যাসন্তান আনেন নিক-প্রিয়ঙ্কা। জন্মের পর ১০০ দিনে ধরে নানা জটিলতা দেখা যায় মালতির শরীরে। কিন্তু শেষ পর্যন্ত সব প্রতিবন্ধক্তাকে হারিয়ে লড়ে জয়ী হয় মালতী।
সম্প্রতি প্রথম বার মেয়েকে নিয়ে নিজের দেশে এলেন প্রিয়ঙ্কা। বিমানবন্দের নেমেই মেয়ে ও স্বামীকে নিয়ে আলোকচিত্রীদের উদ্দেশে বিভিন্ন ধরনের পোজও দেন। প্রথম যে দিন মালতীকে প্রকাশ্যে আনেন অভিনেত্রী, সকলেই বলাবলি করা শুরু করেন, মেয়েকে দেখতে একেবারে বাবার মতো হইয়েছে। তবে দেখতে যতই নিকের মতো হোক, খাওয়ার বিষয়ে কিন্তু মায়ের ধরণ পেয়েছে ছোট্ট মালতী।
আরও পড়ুন:

বিকৃত ছবির নমুনা পাঠান হল স্বস্তিকাকে, হুমকি ‘এর থেকেও অশ্লীল ছবি তৈরি করতে পারি’!

আইটেম গান ‘উ অন্তভা’ নিয়ে সামান্থার পরিবারের ঘোর আপত্তি ছিল, কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী মেয়ে মালতীর খাদ্যাভ্যাস প্রসঙ্গে মজার মজার অনেক কথা বলেন। একরত্তি মেয়ে যার বয়সে সবে ১ বছর পেরিয়েছে, সে নাকি ভারতীয় খাবারের প্রতি অত্যন্ত অনুরাগী। ছোট্ট মালতীর পছন্দের খাবার মটর, পনির ও বিরিয়ানি। প্রিয়ঙ্কার কথায়, ‘‘মেয়ে খাওয়ার দিক থেকে খাঁটি চোপড়া, মুখরোচক খাবার খেতে খুব পছন্দ করে।’’
আরও পড়ুন:

দুধ না মধু? চ্যবনপ্রাশের সঙ্গে কী খেলে বেশি উপকার মিলবে

আপনার সন্তানের কোনও কাজেই মন বসে না? কী দেখে বুঝবেন? কী করণীয়?

এই মুহূর্তে ‘সিটাডেল’-এর প্রচারে ব্যস্ত প্রিয়ঙ্কা। এপ্রিলেই মুক্তি পেতে চলেছে এই সিরিজ। তবে শুধু যে নিজের সিরিজের প্রচার করতেই তিনি দেশে ফিরছেন তা নয়। নেপথ্য কারণ হিসেবে অনেকেই আঁচ করছেন, পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার ‘রোকা’ অনুষ্ঠান অর্থাৎ বাগদান পর্ব হয়ত তিনি কাটিয়ে ফিরবেন। দিন কয়েক ধরেই মায়ানগরী মেতে আছে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার বিয়ের খবরে। কিছু দিন আগেই মুম্বই ঘুরে গিয়েছেন আপ নেতা রাঘব। তার পর দিল্লি গিয়েছেন পরিণীতিও। তবে এর মাঝেই প্রিয়ঙ্কার আমেরিকায় ফিরে যাওয়া যেন সেই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে।

Skip to content