শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। ছবি: সংগৃহীত।

আর অপেক্ষার দিন প্রায় শেষ। মাত্র একদিন পরেই ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের সন্ধ্যা আস্তে চলেছে। ঠিক তার আগেই প্রিয়ঙ্কা চোপড়া জোনাস দক্ষিণ এশীয় শিল্পীদের সম্মানে পার্টির আয়োজন করলেন। এই নিয়ে পর পর দু’বছর ‘সাউথ এশিয়ান এক্সেলেন্স’ উদযাপনে পার্টির আয়োজন করলেন দেশি গার্ল।
পার্টিতে অনেকের সঙ্গেই উপস্থিত ছিলেন চলতি বছরের অস্কারের অন্যতম চর্চিত তারকা রামচরণ ও তাঁর স্ত্রী। ছিলেন ‘আরআরআর’ তারকা এনটিআর জুনিয়র, ‘নাটু নাটু’র গায়ক রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব, হলিউড অভিনেত্রী ও লেখিকা মিন্ডি কালিং, ‘ব্রিজেরটন’ খ্যাত সিমোন অ্যাশলি, পোশাকশিল্পী ট্যান ফ্রান্সের মতো সব তারকারা। ছিলেন নোবেলজয়ী মালালা ইউসুফজায়িও। সমাজমাধ্যমে সেই উদ্যাপনের একাধিক ছবি দেখতে পাওয়া গেল।
‘জঞ্জির’ ছবির সহ-অভিনেতা রামচরণের সঙ্গে ছবিও তোলেন প্রিয়ঙ্কা। ছবিতে ছিলেন ‘আরআরআর’ তারকার স্ত্রী উপাসনাও। সমাজমাধ্যমে এই সব ছবি শেয়ার করেন তিনি। পার্টিতে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয়ঙ্কাকে ধন্যবাদ জানান বলে সমাজমাধ্যমে বলেন, রামচরণ ও তাঁর স্ত্রী।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-২: ‘আও টুইস্ট করে’ গানের জন্য পঞ্চমের সঙ্গে শচীনকর্তার বাক্যালাপও বন্ধ ছিল বেশ কিছুদিন

স্বাদে-আহ্লাদে: বিকেল হলেই জমিয়ে প্রেম বা আড্ডা, সঙ্গে যদি থাকে ভেজিটেবিল চপ

অন্য দিকে, এই দিনের পার্টিতে উপস্থিত ছিলেন প্রিয়ঙ্কার স্বামী ও পপ তারকা নিক জোনাস, মা মধু চোপড়া এবং জোনাস পরিবারের একাধিক সদস্যরা। তাঁদের সবার সঙ্গে বিভিন্ন ভাবে ছবি তোলেন দেশি গার্ল। গ্ল্যামার দুনিয়ার ঝলকানির মধ্যেও নিজের পরিবারের জন্য ঠিক সময় বার করেন তিনি-একথা বারবার তাঁর অয়জিত পার্টিতে উঠে আসে। প্রিয়ঙ্কার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫৪: ঠাকুরবাড়িতে দোলে আসত নাচিয়ে, নাচের তালে তালে হত আবিরের আলপনা

আপনার চোখ কি মাঝেমাঝেই কেঁপে ওঠে? কঠিন কোনও অসুস্থতার লক্ষণ নয় তো

পার্টির জন্য ভারতীয় পোশাকশিল্পী ফাল্গুনী শেন পিককের তৈরি পোশাক পড়েছিলেন প্রিয়ঙ্কা। এটি সাদা করসেট টপ, কাঁধে থরে থরে সাদা পালকে সাজানো শ্রাগ। কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত সাদা সূক্ষ্ম কাজের স্কার্ট। সঙ্গে কাজলকালো চোখ। পার্টিতে প্রিয়ঙ্কার ‘লুক’ নজর কেড়েছিল আমন্ত্রিত সবার। তবে সবার আগে নিজের তারকা স্ত্রীকে দেখে প্রশংসায় পপ তারকা নিক জোনাস। ইনস্টাগ্রামে পার্টির ছবি শেয়ার করে নিক লেখেন, প্রিয়ঙ্কাকে নিয়ে আজ আমার খুব গর্ব হয়।

Skip to content