মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


অভিনেত্রী প্রিয়মণি। ছবি : সংগৃহীত।

চলচ্চিত্র জগতে প্রায় ২০ বছর ধরে কাজ করছেন প্রিয়মণি। তিনি কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী ছবির মাধ্যমে। যদিও চেন্নাই এক্সপ্রেস ছবিতে ‘ওয়ান টু থ্রি ফোর’ গান এবং ‘ফ্যামিলি ম্যান’ সিরিজের জন্য প্রিয়মণি রাতারাতি সর্ব ভারতীয় পরিচিত পান। প্রিয়মণিকে পর্দায় কখনও কোনও নায়কের সঙ্গে চুম্বনের দৃশ্যে দেখা যায়নি। অবশেষে দক্ষিণী নায়িকা তাঁর ‘নো কিস্ পলিসি’ নিয়ে মুখ খুলেছেন।
এক সাক্ষাৎকারে প্রিয়মণি জানান, ‘‘ছবিতে আমি কখনওই চুমুর দৃশ্যে অভিনয় করব না। এটাই আমার নীতি। অন্য পুরুষকে চুমু খেতে অস্বস্তি হয়। এই বিষয়ে আমার আপত্তি রয়েছে। তাই ছবির চুক্তিপত্রে সবসময়ই ‘নো কিস পলিসি’ থাকে। আমি এটাও জানি, অভিনেত্রী হিসাবে এইটা আমার কাজ। চুমুর কারণে স্বামীর কাছে জবাবদিহি করতে হবে।’’ যদিও তিনি জানান, গালে চুমুতে সম্মতি রয়েছে অভিনেত্রীর।
আরও পড়ুন:

নতুন রূপে ‘থ্রি ইডিয়টস’ আসছে? শরমনের সঙ্গে পরিচালকের কী কথা হয়েছে? মুখ খুললেন অভিনেতা

স্বাদে-আহ্লাদে: স্বাস্থ্যকর উপায়ে বাড়িতে বানিয়ে ফেলুন মুচমুচে আলুর চিপস

প্রিয়মণি ২০১৭ সালে মোস্তাফা রাজাকে বিয়ে করেন। তার পর থেকেই তিনি এই নিয়ম মেনে চলেন। প্রিয়মণির কথায়, ‘‘রাজার সঙ্গে যখন আমার সম্পর্ক তৈরি হয়, তখন পর্দায় কাউকে চুমু খেতে হয়নি। তার পর থেকেই আমার পর্দায় চুম্বনে আপত্তি আছে। পর্দায় আমি এমন কোনও কিছু করতে নারাজ, যেটা দেখে আমার স্বামীর অস্বস্তি হয়। শ্বশুরবাড়ির লোকজন যাতে না ভাবেন বিয়ের পরও বৌমা এই ধরনের কাজ করছে! তাই পর্দায় চুম্বনে আমার আপত্তি রয়েছে। এটি আমার ব্যক্তিগত পছন্দ।’’

Skip to content