রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


শুক্রবার প্রকাশ্যে এল ‘পরিচয় গুপ্ত’ ছবির চরিত্রদের প্রথম লুক। আর তা দেখেই রীতিমতো উত্তেজিত সিনেমাপ্রেমীরা। ছবির সমস্ত লুকই চমকপ্রদ এবং নজরকাড়া। প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং জয় সেনগুপ্ত-কে। ছবিটি পরিচালনা করছেন রণ রাজ। ১৯৫০ সালের প্রেক্ষাপটে ছবিটি তৈরি হচ্ছে। সেই সময়ের ঘটনায় এক জমিদার ও তাঁর প্রিয় বন্ধু আর্কেলজিস্টের গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে। ঋত্বিক চক্রবর্তীকে ছবিতে এক অন্ধ জমিদারের ভূমিকায় দেখা যাবে। আর জয় সেনগুপ্তকে যে অর্ধনারী রূপে দেখা যাবে তা অনেকটাই পরিষ্কার ছবির প্রথম লুকে।
ছবির নাম প্রসঙ্গে পরিচালক রন রাজ জানান, ‘পরিচয় গুপ্ত, এই নামটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে চরিত্রদের পরিচয় গোপন করার কথা বোঝানো হচ্ছে। সমাজের প্রতিটি মানুষের মধ্যে এই গোপন পরিচয় থেকে থাকে। অনেক সময় পরিবারের চাপে, সমাজের চাপে তাঁরা সেই প্রতিভাকে নিজেদের মধ্যে আটকে রাখেন।’
রণ রাজ পরিচলিত ছবি ‘পরিচয় গুপ্ত’তে থাকবে থ্রিলারের ছোঁয়া। যার প্রতিটি বাঁকে রয়েছে টুইস্ট। সঙ্গীতের দ্বায়িত্ব সামলাচ্ছেন শুভেন্দু অধিকারী। গান গাইছেন অরিজিৎ সিং। গায়কের সঙ্গে শেষ পর্যায়ের কথাবার্তা সমস্ত সারা হয়ে গেছে। পূর্ণাঞ্জলি মিডিয়া প্রাইভেট লিমিটেড-এর ব্যানারে মুক্তি পাবে এই ছবি। আউটডোরে ইতিমধ্যেই ছবির অনেকটা পার্ট শ্যুটিং শেষ হয়ে গিয়েছে।

Skip to content