বুধবার ১৩ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে ধারাবাহিক ‘পিলু’। এতে পিলু নামের একটি মেয়ের জীবনযাত্রা এবং তাঁর সংগীতজীবনের নানা কথা তুলে ধরা হয়েছে। এই ধারাবাহিকের গল্পের প্রথমে গানের টানেই গানের বাড়িতে হাজির হয়েছিল পিলু। এরপর পিলুর গান শুনে মুগ্ধ হয়ে গুরুজি পিলুকে গান শেখানোর দায়িত্ব দেন তাঁর প্রিয় শিষ্য আহিরের কাঁধে। আহিরও পরম যত্নে পিলুকে গান শেখানো শুরু করে। তবে রেওয়াজের প্রথম দিনই শিষ্য পিলু ক্লাসে যেতে দেরি করে ফেলে। আর সেই কারণে গুরু আহির তাঁর শিষ্য পিলুকে উপযুক্ত শাস্তিও দেন। অর্থাৎ, বোঝাই যায় যে আহির গুরু হিসাবে মন্দ নয়। সে যেমন সুন্দরভাবে যত্ন সহকারে গান শেখান আবার শিষ্য কোনও ভুল করলে শাস্তিও দেন। বেশ কড়া হাতেই শিষ্যকে শাসন করেন আহির। এভাবেই দিনগুলি বেশ কাটছিল। কিন্তু, এদিকে রঞ্জিনী আহিরকে ভালোবাসে। তাই সে মনে করে সে-ই আহিরের একমাত্র প্রিয় শিষ্য। তাই পিলুকে কোনওভাবেই সহ্য করতে পারছে না রঞ্জিনী। তাঁর মাও পিলুকে মেনে নিতে পারেনি। তাই রঞ্জিনীর মা অর্থাৎ আহিরের গুরুমা পিলুকে গয়না চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়াতে চাইছে। পরে আহির পিলুকে এই অপবাদ থেকে মুক্ত করে। কিন্তু পিলু কিছুতেই এই অপবাদ নিয়ে গানের বাড়ি থাকতে চায় না। তাই এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিলু। কী হবে এরপর? জানতে হলে চলতি সপ্তাহে প্রতিদিন সন্ধে সাড়ে ৬টায় চোখ রাখতে হবে জি বাংলায়।

জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘পিলু’-তে পিলু-র চরিত্রে অভিনয় করছেন মেঘা দাঁ, আহির-এর চরিত্রে রয়েছেন গৌরব রায় চৌধুরি, রঞ্জিনীর চরিত্রে অভিনয় করছেন ইধিকা পাল, গুরু মা হ-র চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু এবং গুরুজির চরিত্রে অভিনয় করছেন কৌশিক চক্রবর্তী।

Skip to content