মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


এবার সামনে এল ‘ফোন ভূত’ ছবির প্রথম লুক। সম্পূর্ণ নতুন ভূমিকায় দেখা যাবে কাটরিনা কাইফকে। তার একদিকে ঈশান খট্টর অন্যপাশে সিদ্ধান্ত চতুর্বেদী। তাঁদের চারপাশে ঘিরে রয়েছে রংবেরঙের আভা। ছবির প্রথম লুক পোস্টার সকলের সঙ্গে শেয়ার করে নিয়ে নায়িকা ফোন ভূতের জগতে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন। কিছুদিন আগেই মজার মোড়কে মোড়া ভৌতিক কর্মকাণ্ড ঘিরে মুক্তি পাওয়া ছবি ‘ভুলভুলাইয়া ২’ দর্শকদের মন কেড়েছে। ‘ফোন ভূত’ ছবিও হাসির মজায় ঘেরা এক ভুতুড়ে গল্প। এই ছবির পরিচালক গুরমিত সিংহ। নতুন ছবি নিয়ে কাটরিনা খুবই উত্তেজিত। এর আগে ২০২১ সালে শেষবারের মতো অক্ষয় কুমারের সঙ্গে পর্দায় দেখা গেয়েছিল তাঁকে। ফোন ভূত ছবি ছাড়াও সলমান খানের সঙ্গে ‘টাইগার ৩’, ফারহান আখতারের সঙ্গে’ জি লে জরা’, বিজয় সেতুপতি সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা যাবে তাঁকে। ‘ফোন ভূত’ মুক্তি পাবে চলতি বছরের ৭ অক্টোবর।

Skip to content