মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


অভিনেত্রী পল্লবী দে-র অস্বাভাবিক মৃত্যু মামলায় সামনে এল আরও গুরুত্বপূর্ণ তথ্য। এবার ঐন্দ্রিলা মুখোপাধ্যায় পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন। ঐন্দ্রিলা অভিযোগ, কয়েক মাস আগে শহরে আয়োজিত একটি পার্টিতে সাগ্নিক চক্রবর্তী নাকি তাঁর যৌন হেনস্থার চেষ্টা করেছিলেন। ঐন্দ্রিলা কথায়, তিনি প্রাথমিকভাবে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু এতে সম্মানহানি হবে ভেবে পল্লাবী তাঁর কাছে কান্নাকাটি করায় তিনি আর অভিযোগ করেননি। এদিকে, ঐন্দ্রিলার বিরুদ্ধে পল্লবীর পরিবার অভিযোগ করলেও তদন্তকারীরা এখন তাঁর সঙ্গে কথা বলেনি বলে জানা গিয়েছে। তবে পুলিশ সুত্রে খবর, তদন্তের জন্য ঐন্দ্রিলা মুখোপাধ্যায়কে ডাকা হতে পারে।

Skip to content