পল্লবী দে’র মৃত্যু রহস্য ক্রমশ অন্য দিকে মোড় নিচ্ছে। অভিনেত্রী পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীকে ইতিমধ্যে গ্রেফতার করেছে গরফা থানার পুলিশ। সুত্রের খবর, খুন, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ-সহ একাধিক অভিযোগ আনা হয়েছে সাগ্নিকের বিরুদ্ধে। এফআইআর দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৬, ৪০৩, ৩৪১, ৩২৩, ৩০২ এবং ১২০(বি) ধারায়।
অভিনেত্রীর বাবা নীলু দে মেয়েকে খুন করা হয়েছে এই অভিযোগ সোমবার এফআইআর করেন। অভিযোগে তিনি সাগ্নিক চক্রবর্তী ও তাঁর বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়-সহ কয়েক জনের নাম উল্লেখ করেছেন। পুলিশ সোমবার গভীর রাত পর্যন্ত পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিককে জেরা করেছে। কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার গড়ফা থানায় জেরার সময় উপস্থিত ছিলেন বলে বিশেষ সূত্রে খবর। জেরায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে সাগ্নিককের কাছ থেকে। পাশাপাশি সম্পত্তি নিয়ে বিবাদ না কি এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তদন্ত করে উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।
অভিনেত্রীর বাবা নীলু দে মেয়েকে খুন করা হয়েছে এই অভিযোগ সোমবার এফআইআর করেন। অভিযোগে তিনি সাগ্নিক চক্রবর্তী ও তাঁর বান্ধবী ঐন্দ্রিলা মুখোপাধ্যায়-সহ কয়েক জনের নাম উল্লেখ করেছেন। পুলিশ সোমবার গভীর রাত পর্যন্ত পল্লবীর লিভ-ইন সঙ্গী সাগ্নিককে জেরা করেছে। কলকাতা পুলিশের এক ডেপুটি কমিশনার গড়ফা থানায় জেরার সময় উপস্থিত ছিলেন বলে বিশেষ সূত্রে খবর। জেরায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যও চাওয়া হয়েছে সাগ্নিককের কাছ থেকে। পাশাপাশি সম্পত্তি নিয়ে বিবাদ না কি এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তদন্ত করে উত্তর খোঁজার চেষ্টা করছে পুলিশ।