শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সত্যজিৎ, সুস্মিতের পর আবার অস্কারে বাঙালি। অকৃত্রিম আনন্দ! তা ছাড়া আর কী-ই বা থাকবে শৌনক সেনের কণ্ঠে। “এত ভালো লাগছে…! বাক্যে প্রকাশ করতে পারছি না! অসামান্য অনুভূতি। অন্যরকম খুশির মুহূর্ত। আমি ও দলের সবাই ভীষণ আনন্দিত।”

২০২২ সালে কান-এ পুরস্কৃত হয়েছে শৌনকের তৈরি তথ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’। আর এ বার অস্কারের দৌড়েও সগৌরবে জায়গা করে নিলেন তরুণ বাঙালি পরিচালক। শৌনক কৃতজ্ঞতা জানালেন, তাঁর পুরো টিমকে। সেই সঙ্গে তাঁর ছবিকে মনোনীত করার জন্য ধন্যবাদ দিলেন অ্যাকাডেমি কর্তৃপক্ষকেও।
অস্কারের দৌড়ে ‘অল দ্যাট ব্রিদস’ মনোনীত হবে? পরিচালকের কথায়, “এর জন্য মার্চ মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।” তবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৌনক এখন খুশিটুকুই উপভোগ করতে চান।

অস্কারে সেরা ফিচার তথ্যচিত্রের বিভাগের মনোনয়ন পেয়েছে ‘অল দ্যাট ব্রিদস’। এর আগে বাঙালির অস্কার বলতে সত্যজিৎ রায়ের সারা জীবনের সম্মান। তিনি তাঁর আজীবনের কাজের স্বীকৃতির হিসেবে অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স এর পক্ষ থেকে ওই পুরস্কার পেয়েছিলেন। ২০২১ সালে বাঙালি সুস্মিত ঘোষের তৈরি তথ্যচিত্র ‘রাইটিং উইথ ফায়ার’ অস্কার পুরস্কারের জন্য লড়াইয়ে মনোনীত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আর পুরস্কার পাওয়া হয়নি।
আরও পড়ুন:

দূষণে দুর্বিষহ অবস্থা তিলোত্তমা কলকাতার, ঘরে ঘরে বাড়ছে অসুখ-বিসুখ, পারদ ঊর্ধ্বমুখী হলে পরিস্থিতির উন্নতি?

ইংলিশ টিংলিশ: জেনে নাও Unseen Comprehension এ কীভাবে পাবে ফুল মার্কস এবং পড়বে কোন Phrasal Verbগুলো

অতঃপর সেরা তথ্যচিত্রের অস্কারের লড়াইয়ে স্থান পেলেন আরও এক বাঙালি পরিচালক শৌনক। এর আগে অবশ্য ‘বাফটা’-তেও (ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম ও টেলিভিশন আর্টস) ‘অল দ্যাট ব্রিদস’ সেরা তথ্যচিত্রের বিভাগে মনোনয়ন পেয়েছিল। গত বছর ‘সানডান্স চলচ্চিত্র উৎসব’-এ ‘গ্র্যান্ড জুরি প্রাইজ’ও জিতেছিল।
আরও পড়ুন:

খাই খাই: স্বাদে-গন্ধে: সামনেই জন্মদিন? বিশেষ দিনের ভূরিভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি পদ মটন রোগান জোস!

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৩: বিমানবন্দর থেকে বেরিয়েই উইসকনসিনের সঙ্গে পার্থক্যটা টের পেলাম, মুহূর্তে ঠোঁট, গাল জমে যেতে লাগল

ফরাসি লেখকদের একটি গোষ্ঠী কান চলচ্চিত্র উৎসবের সহযোগিতায় ২০১৫ সাল থেকে ‘ল’ওয়েল ডি‘অর’ একটি পুরস্কার দেওয়া শুরু করেছে। ওই পুরস্কারের নাম ‘গোল্ডেন আই অ্যাওয়ার্ড’। ২০২২ সালে গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেয়েছিলেন শৌনক। ২০২২-এ একমাত্র ভারতীয় ছবি হিসেবে শৌনকের তৈরি তথ্যচিত্র এই সম্মান পেয়েছে।

Skip to content