রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


এক ছবিতে দশ নায়িকা! ঠিকই পড়েছেন, সলমন খানের নতুন ছবি ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ নিয়ে এখন জোর চর্চা। ‘নো এন্ট্রি’র সিক্যুয়েল এই কমেডি ছবিতে এক, দু’জন নয় দশ-দশজন নায়িকা থাকবেন বলে বি-টাউনে গুঞ্জন। এই খবর ছড়িয়ে পড়তে ভাইজানের ভক্তরা খুব খুশি। এতে সলমন ছাড়াও থাকছেন অনিল কাপুর এবং ফারদিন খান। তিন নায়ককে তিনটি করে বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। প্রতিটি চরিত্রের বিপরীতে আবার একজন করে নায়িকা থাকবেন। ‘নো এন্ট্রি’ ছবিতে বিপাশা বসু, লারা দত্ত এবং সেলিনা জেটলি এই তিন নায়িকাকে দেখা গেলেও ‘নো এন্ট্রি মে এন্ট্রি’তে দশ নায়িকা কারা, তা নিয়ে অবশ্য ছবির পরিচালক আনিস বাজমি মুখ খোলেননি। যদিও খুব তাড়াতাড়ি ছবির শ্যটিং শুরু হবে বলে তিনি জানিয়েছেন।

Skip to content