শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

অজয় দেবগন অভিনীত ‘সিংহম’ মুক্তি পেয়েছিল প্রায় এক যুগ আগে। বলিউডে ‘কপ ইউনিভার্স’ তৈরির সূত্রপাত এই ছবির হাত ধরেই। বাণিজ্যিক ঘরানার এই ছবিতে অজয় দেবগনকে দেখা গিয়েছিল পুলিশ আধিকারিকের চরিত্রে। ছবিটি বক্স অফিসে সাফল্যও পায়।

‘সিংহম’ মুক্তির প্রায় বছর তিনেক পরে ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘সিংহম রিটার্নস’ মুক্তি পেয়েছিল। এই ছবিতেও অজয় ছিলেন। এর পরে ২০১৮ সালে রণবীর সিংহ অভিনীত ‘সিম্বা’ এবং ২০২১ সালে অক্ষয় কুমার অভিনীত ‘সূর্যবংশী’ প্রেক্ষাগৃহে আসে।
পরিচালক রোহিত শেট্টি এ বার তাঁর কপ ইউনিভার্সকে আরও একটু ঢেলে সাজাতে চাইছেন। রোহিত ‘সিংহম এগেন’ নিয়ে চিন্তাভাবনা করছেন। বলিপাড়ায় খবর, ‘সিংহম এগেন’ ছবিতে অজয় ছাড়াও আরও দুই অভিনেতার কথা ভাবছেন পরিচালক।

এক বার শোনা গিয়েছিল এই ছবিতে নাকি দেখা যাবে ভিকি কৌশলকে। ‘সিংহম এগেন’–এর মুখ অজয় দেবগন। এ বার শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোনকেও এই ছবিতে দেখা যাবে। নায়িকাকে কোন চরিত্রে দেখা যাবে? বলিমহলে গুঞ্জন, দীপিকাকে নাকি অজয়ের বোনের চরিত্রে দেখা যাবে। পরিচালনায় দীপিকা এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে কাজ করেছিলেন।
আরও পড়ুন:

রজনীকান্তের ‘জেলর’ দেখতে চেন্নাই, বেঙ্গালুরুতে স্কুল-কলেজ-অফিস ছুটি, ছবি দেখতে উড়ে এলেন জাপানি দম্পতি

অমর শিল্পী তুমি, পর্ব-২: কাজের আশায়, তারকা অশোককুমারের গাড়িতে নয়, লোকাল ট্রেনে-বাসে ঘুরে বেড়াতেন কিশোর

পরিচালক রোহিত শেট্টির ঘনিষ্ঠমহলের দাবি, এই ছবিতে কাজ করার জন্য দীপিকা নাকি খুবই আগ্রহী। এই ‘পুলিশ ব্রহ্মাণ্ডে’ দীপিকাকে নাকি লেডি সিংহম হিসাবে দেখা যাবে। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছেন অভিনেত্রী। আবার এও শোনা যাচ্ছে, নায়িকাকে নাকি অতিথি শিল্পীর চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন:

মন্দিরময় উত্তরবঙ্গ, পর্ব-১: ভিতরকুঠি টেরাকোটা শিবমন্দির এক অনন্যসাধারণ কোচ স্থাপত্যশৈলীর উদাহরণ

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬: গার্হস্থ্য জীবনের প্রারম্ভে ভৈরবী ব্রাহ্মণীর আগমন

আগামী অক্টোবর মাস থেকে ‘সিংহম এগেন’ ফ্লোরে যাওয়ার কথা। সূত্রের খবর, অজয়, অক্ষয় কুমার এবং রণবীর সিংহকে নিয়েই নির্মাতারা শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন। সমস্যা হচ্ছে, ভিকির ডেট পাওয়া যাচ্ছে না। অগত্যা নির্মাতারা ভিকিকে ছাড়াই এখন ছবির কাস্টিং পর্ব এগিয়ে নিয়ে জাওার কথা ভাবছেন।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content