শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


সমুদ্র সৈকতের নোনা জল সঙ্গে বালির উষ্ণতা। তাতেই বিকিনি পরে লুটিয়ে পড়েছেন অভিনেত্রী নুসরত জাহান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন আবার যশ দাশগুপ্ত। তাঁকে দেখা গিয়েছে, শার্টলেস হয়ে বালিতে শুয়ে থাকতে। নেট মাধ্যমে দুজনই সেই সব ছবি ভাগ করে নিয়েছেন। ছবি দেখে মুগ্ধ অনুরাগীরাও। তবে অনেকেই তাঁদের এই ছবি নিয়ে বিদ্রুপও করেছেন। তাঁর মধ্যে একজন লিখেছেন ‘আমাদের বসিরহাটের রাস্তায় জল জমে আছে। ৪ থেকে ৫ বস্তা বালি নিয়ে আসবেন।’
গত কয়েকদিন ধরেই তাইল্যান্ড বেড়ানোর ছবি শেয়ার করছেন নুসরত। তাঁর সঙ্গে রয়েছেন যশ দাশগুপ্তও। দুজনকেই একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছে। কখনও তাঁরা চিতার পিঠে হাত দিয়ে, কখনও বাঘের পাশে দাড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। হাতির পিঠে চেপেও ঘুরে বেড়িয়েছেন দু’জন।
আরও পড়ুন:

অপারেশন থিয়েটারে অপেক্ষারত রোগী, রাস্তায় তীব্র যানজট, অবশেষে টানা ৪৫ মিনিট দৌড়ে হাসপাতালে পৌঁছলেন চিকিৎসক

উত্তম কথাচিত্র, পর্ব-২: এক ছবিতে অনেক ‘কামনা’ [০৪/০৩/১৯৪৯]

উল্লেখ্য, নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে টানাপোড়েনের মাঝে যশ দাশগুপ্তের সঙ্গে নুসরাতের সম্পর্ক। তারপর গর্ভধারণ। হাজার বিতর্কের মাঝে সন্তানের জন্ম। শেষমেষ যশ দাশগুপ্তের সঙ্গে সুখের সংসার। এক বছর আগে ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান। যশরত পুত্র ঈশানের প্রথম জন্মদিনে নেট দুনিয়ায় উপচে পড়ছিল শুভেচ্ছা। শুভেচ্ছা জানিয়েছিলেন নিখিলও। তিনি লিখেছিলেন, ‘আমাদের মধ্যেকার দূরত্ব আমাদের শুভেচ্ছা জানানোর পথে কখনই অন্তরায় নয়। নুসরতকে ও তার সন্তানকে শুভেচ্ছা জানাচ্ছি। নবজাতক সুস্থ থাকুক, তার আগামী দিন উজ্জ্বল হোক।’
ছেলের জন্মের কিছু দিন পরই কাজ শুরু করে দিয়েছিলেন নুসরত। অল্প সময়ে বাড়তি ওজনও ঝরিয়ে ফেলেছেন তিনি। তাঁর সেই রূপের ছটাই যেন তাইল্যান্ডের সৈকতে দেখা যাচ্ছে। তাতেই মুগ্ধ হয়েছেন অনেকেই।

Skip to content