![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/Neha-Marda.jpg)
অভিনেত্রী নেহা মর্দা।
‘বালিকা বধূ’ ধারাবাহিকে তিনি গহনার চরিত্রে অভিনয় করেছিলেন। ধারাবাহিকের জন্য অভিনেত্রী নেহা মর্দা রাতারাতি জনপ্রিয়তা পান। তবে বিয়ের পর তিনি কাজ কমিয়ে দিয়েছিলেব। খুব বেছে বেছে কাজ করতেন নেহা। অভিনেত্রী ২০১২ সালে পটনার ব্যবসায়ী আয়ুষ্মান আগরওয়ালকে করেন।
নেহা বিয়ের প্রায় দশ বছরের পরে অন্তঃসত্ত্বা হন। কিন্তু মা হওয়ার সময়ে জটিলতা দেখা দেয়। অভিনেত্রীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সন্তানসম্ভবা সে কথা জানিয়েছিলেন গত বছর নভেম্বর। গত জানুয়ারিতে নেহা স্বামীর সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/04/Pareeniti-Chaopra.jpg)
বিদেশের মাটিতে রাঘবের সঙ্গে বিয়ে! পরিণীতি দেশ ছেড়ে কোথায় গেলেন?
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/03/Amla.jpg)
আমলকি খেলেও ক্ষতি হতে পারে? নিয়মিত খাওয়ার জন্য কারা সমস্যায় পড়তে পারেন
জানা গিয়েছে, অভিনেত্রী তাঁর ক্রমবর্ধমান স্ফীতোদর নিয়ে সমস্যা পড়েন। যদিও প্রতিটা মুহূর্তে নেহার মুশকিল আসান করছেন তাঁর স্বামী আয়ুষ্মান। নেহার সাধের অনুষ্ঠান হয় গত ২৬ জানুয়ারি। অভিনেত্রী সেই অনুষ্ঠানের ছবি পোস্ট করেছিলেন। সব ঠিকঠাক চললে একেবারে শেষ লগ্নে এসে নেহার জটিলতা দেখা দেয়। এখন অভিনেত্রী চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।