রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


অভিনেতা সম্রাট মুখোপাধ্যায় ও বরুণ চন্দ এবং পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায়।

স্বল্পদৈর্ঘ্যের ছবিতে বরুণ চন্দ। শীঘ্রই মুক্তি পেতে চলেছে পরিচালক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘উহ্য’। বাবা-ছেলের সম্পর্কের টানাপোড়েন নিয়েই তৈরি হয়েছে এই ছবির গল্প। ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা বরুণ চন্দ এবং ছেলের চরিত্রে অভিনয় করেছেন সম্রাট মুখোপাধ্যায়। ইউনিটি ফিল্ম নিবেদিত এই ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন তুহিন দাশগুপ্ত। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন মৈত্রেয়ী দে।
এই গল্পের দৃশ্যে দেখানো হবে যে, ছেলে বাবার জন্য রান্না করে। তাঁর সেবা করে। কিন্তু বাবা কিছুতেই ছেলেকে বিশ্বাস করতে পারে না। একদিন ছেলে বাবার জন্য বাজার করে এনে খাসির মাংস রান্না করেছেন। কিন্তু সেই খাবার ছুঁড়ে ফেলে দেন বাবা। কারণ হিসাবে বাবা বলেন, স্ট্রোক হওয়ার পর থেকে খাসির মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি। তাই এখন খাসির মাংস খাইয়ে ছেলে ইচ্ছা করে তাঁকে মেরে ফেলার চেষ্টা করছে। এমনটাই দাবি করেন বৃদ্ধ বাবা। আর এভাবেই বাবা ছেলের সম্পর্কে তিক্ততা, দ্বিধা-দ্বন্দ্ব ক্রমশ বাড়তে থাকে। শেষপর্যন্ত বাবা-ছেলের এই গল্প কোনদিকে মোড় নেবে, তা জানতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

Skip to content