রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া।

আইনি বিপাকে জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। মুম্বইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো আদালতে তাঁদের বিরুদ্ধে ২০০ পাতার চার্জশিট পেশ করেছে। উল্লেখ্য, ভারতী ও হর্ষকে ২০২০ সালে গ্রেপ্তার করা হয়েছিল মাদক যোগের কারণে। ওই মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো শনিবার চার্জশিট পেশ করেছে।
২০২০ সালের নভেম্বরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা ভারতী ও হর্ষের বাড়ি এবং তাঁদের প্রযোজনা সংস্থার অফিসে তল্লাশি অভিযান চালান। তল্লাশিতে উদ্ধার করা হয় ৮৬.৫ গ্রাম গাঁজা। এর পর তাঁদের সমন পাঠানো হয়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জিজ্ঞাসাবাদে তাঁরা গাঁজা সেবনের কথা স্বীকারও করে নেন। এর পর তাঁদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:

রাজস্থানে উন্মোচিত হল বিশ্বের সবচেয়ে উঁচু শিবমূর্তি! কোন কোন জায়গা দেখতে পাবেন?

‘বিজেপি টিকিট দিলে আগামী লোকসভা নির্বাচনে লড়তে চাই’, ঘোষণা বলিউড তারকা কঙ্গনা রানাউতের

ভারতী এবং হর্ষকে দুজনকেই বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল। পরে ১৫ হাজার টাকা বন্ডের বিনিময়ের তাঁদের জামিনের আবেদন মঞ্জুর করা হয়। পাশাপাশি নিকটস্থ থানায় তাঁদের নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে তৎকালীন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে জানিয়েছিলেন, ভারতী ও হর্ষ মাদক শুধু মাদক সেবন করেছিলেন। তাঁরা মাদক পাচারের সঙ্গে যুক্ত নন।

Skip to content