সোমবার ৩১ মার্চ, ২০২৫


নাসিরউদ্দিন শাহ।

নাসিরউদ্দিন শাহ নিজের মতামত প্রকাশ করতে কাখনও দ্বিধা বোধ করেন না। অভিনেতার বক্তব্য নিয়ে অনেক সময়ই বিতর্ক তৈরি হয়। এবার ছবি প্রসঙ্গে কথা বলতে গিয়ে বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন পরিষ্কার জানালেন, দক্ষিণী ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বাণিজ্যিক ছবির সাফল্যে বড় ভূমিকা নেয় তার মৌলিকত্ব। তিনি এও মনে করেন, অনেক হিন্দি ছবির তুলনায় দক্ষিণী ছবিতে ভালো কাজ হচ্ছে।
অভিনেতার কথায়, দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতারা তাঁদের উদ্ভাবনী শক্তি দেখানোর যথেষ্ট সুযোগ পান। তাঁদের ধারাবাহিক ভাবে সফল হওয়ার জন্য একটি অন্যতম কারণ। নাসিরউদ্দিন দক্ষিণী ছবির নির্মাতাদেরও প্রশংসা করেন। বিশেষ ভাবে প্রশংসা করেছেন নির্মাতাদের কল্পনাশক্তির। গানের দৃশ্যের শুট এবং যে ভাবে তা প্রদর্শন করা হয়, তারও তিনি তারিফ করেন। তাঁর কথায়, “দক্ষিণের বাণিজ্যিক ছবি রুচির দিক থেকে অনেক সময় হয়তো বোকা লাগে, কিন্তু তাদের উপস্থাপনা খুবই ভালো।”
আরও পড়ুন:

‘হেরা ফেরি ৩’-এর পরে আবার সুখবর! ‘ওয়েলকাম’ ছবিতে একসঙ্গে অক্ষয়-সঞ্জয়-আরশাদ?

কিছুতেই কমছে না ওজন? তাহলে লেবুর রস দিয়ে কফি খেয়ে দেখুন

জি ফাইভের ‘তাজ: ডিভাইডেড বাই ব্লাড’ সিরিজে নাসিরউদ্দিন শাহকে দেখা যাবে। এখানে তিনি আকবরের ভূমিকায় অভিনয় করছেন। নাসিরের ফিল্মি কেরিয়ার প্রায় পঞ্চাশ বছরের। অভিনেতার কথায়, “সিনেমা হলের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। চাই বা না চাই, ওটিটি-ই আমাদের ভবিষ্যৎ। পৃথিবী জুড়ে দশ বছরের মধ্যেই উঠে যাবে সিনেমা হল। তখন ছবি দেখা একটা নিভৃত অভিজ্ঞতা হয়ে দাঁড়াবে। এর ভালো না মন্দ জানি না।”

Skip to content