রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


মিউজিক ভিডিও ‘মন’-এর পোস্টার।

টলিউডে আসতে চলেছে অভিনন্দন-দিগন্তিকা-র নতুন জুটি। মিউজিক ভিডিও ‘মন’-এই আত্মপ্রকাশ ঘটবে এই জুটির। ২০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে শুভঙ্কর হালদার পরিচালিত মিউজিক ভিডিও ‘মন’। প্রভাত মণ্ডল এবং শুভঙ্কর হালদারের কথায় ও স্বপ্নময় পাঠকের সুরে একটা মিষ্টি নস্টালজিক প্রেমের কাহিনি ফুটিয়ে তুলেছে পরিচালক শুভঙ্কর হালদার। এই ভিডিওর সব দৃশ্য ফ্রেমবন্দি করেছেন সিনেমাটোগ্রাফার সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। এই গানে কণ্ঠ দিয়েছেন ইন্দ্রজিৎ দাস এবং সেবন্তী দাস। মিষ্টি প্রেমের এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন দিগন্তিকা চৌধুরি, অভিনন্দন সরকার, আকাশ পাল, পূজা হালদার সহ আরও অনেকে। এই সকল কলাকুশলীদের সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন মেকআপ আর্টিস্ট রূপ আনন্দী। ২০ ফেব্রুয়ারি পাস মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে ‘মন’।

এই মিউজিক ভিডিও প্রসঙ্গে পরিচালক শুভঙ্কর হালদার বলেন, ‘অনেকেই কাজের সূত্রে দেশের বাইরে চলে যান। তবে একটা সময় পর শিকড়ের টানে আবার দেশে ফিরেও আসেন। আর তখন ভালোবাসা, ভালোলাগাগুলো নতুন করে তাঁদের মনে স্থান পায়। তারই একটা গল্প রয়েছে আসন্ন মিউজিক ভিডিও ‘মন’-এ। এটি একটি মিষ্টি প্রেমের গল্প। যে প্রেমের মধ্যে একটি পবিত্র শুদ্ধ বন্ধুত্বের গল্প রয়েছে। পুরনো কিছু স্মৃতি, আবেগ, নস্টালজিয়া সবকিছু নিয়ে আমাদের গল্প ‘মন’।’

Skip to content