বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ।

কিছু দিন হল সুখবর দিয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। অবশেষে তিনি মা হতে চলেছেন। তবে সন্তানের বাবা কে, তা অবশ্য এখনও জানা যায়নি। অভিনেত্রীকে বিষয়টি নিয়ে নানা সময় প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সম্প্রতি ইলিয়ানা সমাজমাধ্যমের পাতায় নিজের স্ফীতোদরের ভিডিয়ো পোস্ট করেছিলেন। ভিডিয়োটি ছিল সাদা-কালো। হাতে কফির কাপ ধরা তাঁর ইলিয়ানার কাছেই ছিল পোষ্য।
ভিডিয়োতে লেখা ছিল, ‘লাইফ লেটলি’। সঙ্গে ‘আ বিউটিফুল মর্নিং’ গান চলছিল। ভিডিয়োতে পরিষ্কার জীবনের এই সময়টাকে তিনি চুটিয়ে উপভোগ করছেন। তবে তিনি যে আনন্দেও আছেন, এমনটাও কিন্তু নয়।
আরও পড়ুন:

ভিক্টোরিয়ার সামনে বিগড়ে গেল তমন্নার গাড়ি, পরিত্রাতার ভূমিকায় ‘ট্যাক্সিচালক’ চিরঞ্জীবী!

হাত পা ঘাড়ে কালো দাগ? পূজোর আগে ঝকঝকে ত্বকের জন্য রইল ঘরোয়া টোটকা

হবু মাকে গর্ভবস্থায় একাধিক ধাপ পেরোতে হয়। সম্প্রতি ইলিয়ানা ইনস্টাগ্রাম স্টোরি জানান, রাতে তিনি ঠিক মতো ঘুমোতে পারছেন না। চেষ্টা করছেন বিছানার উপর শুয়ে ঘুমোনোর। ছবির ক্যাপশনে তিনি লিখলেন, ”আমি যখনই ঘুমের চেষ্টা করছি, তখনই আমার পেটের মধ্যে ডান্স পার্টি শুরু হয়ে যাচ্ছে।”
আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৩২: মঞ্জু ও অনুভা এসে বললেন, ‘আসুন বিকাশবাবু চু-কিত-কিত খেলি’

ফ্রিজে পনির রাখলে শক্ত হয়ে যাচ্ছে? তাহলে কী ভাবে পনির টাটকা ও নরম রাখবেন

কয়েক বছর আগে ইলিয়ানা ডি’ক্রুজ অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সম্পর্কে ছিলেন। তিনি তাঁকে ‘স্বামী’ বলেও উল্লেখ করেছিলেন। ২০১৯ এ সম্পর্কে চিড় ধরে। সম্প্রতি বলিউড নায়িকা ক্যাটরিনা কইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে ইলিয়ানা নাম জড়ায়। তাঁদের একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে। অভিনেত্রী ইলিয়ানার ভাবী সন্তানের বাবা সেবাস্তিয়ান লরেন্ট মিচেল কি না, তা নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন রণবীর কাপুরের নায়িকা ইলিয়ানা।

Skip to content